প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জেলেনস্কির, শান্তি সম্মেলনে যোগদানের আমন্ত্রণ

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জেলেনস্কির, শান্তি সম্মেলনে যোগদানের আমন্ত্রণ
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জেলেনস্কির, শান্তি সম্মেলনে যোগদানের আমন্ত্রণ
সোহাগ সামী:
মিউনিখ নিরাপত্তা সম্মেলন-২০২৪

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জেলেনস্কির, শান্তি সম্মেলনে যোগদানের আমন্ত্রণ

জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠকের পর এক্স পোস্টে (টুইটার) শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এক্স পোস্টে বৈঠকের ভিডিও শেয়ার করে জেলেনস্কি ইউক্রেনের ভৌগলিক অখণ্ডতার প্রতি সমর্থন করে পাশে থাকার কথা উল্লেখ করে বাংলদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া বৈশ্বিক শান্তি সম্মেলনে যোগ দিতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছেন জেলেনস্কি।

Nagad_Ad

নিজের এক্সপোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট লেখেন, ‘ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন দেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছি। আমরা ইউক্রেনের শান্তির ফর্মুলা ছাড়াও বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছি। সেই ফর্মুলা বাস্তবায়নে অংশগ্রহণ এবং বৈশ্বিক শান্তি সম্মেলনে যোগ দিতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছি।’

প্রসঙ্গত শনিবার বিকালে মিউনিখে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আলোচনার পাশাপাশি ইউক্রেনে চলা যুদ্ধ প্রসঙ্গ গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে। পররাষ্ট্রমন্ত্রীর বরাতে বাসস জানায়, জেলেনস্কির সঙ্গে আলোচনার সময় কীভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা যায়, সে বিষয়েও প্রধানমন্ত্রী বারবার আলোচনা করেছেন।

শেখ হাসিনা বলেছেন, ‘যুদ্ধের মাধ্যমে অন্যরা উপকৃত হতে পারে। কিন্তু যুদ্ধ লিপ্ত দেশগুলোর জন্য তা কল্যাণ বয়ে আনতে পারে না এবং তাদের জনগণকে যুদ্ধে ক্ষতিগ্রস্ত হতে হয়।’

মিউনিখ সিকিউরিটি কনফারেন্স (এমএসসি) ২০২৪-এর সাইডলাইনে হোটেল বেয়েরিশার হফে এ দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুতে। একই ভ্যেনুতে সকালে শেখ হাসিনার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও সাক্ষাৎ করেন। পরে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনও শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।

আগের দিন শুক্রবার কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল রহমান আল—থানির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই সম্মেলনে প্রায় ৬০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থা, গণমাধ্যম, সরকারি ও বেসরকারি খাতের শীর্ষস্থানীয় প্রায় পাঁচশ প্রতিনিধি অংশ নিচ্ছেন।

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার জার্মানি যান। তিনদিনের সরকারি সফর শেষে রবিবার মিউনিখ ত্যাগ করে ১৯ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর ঢাকা পৌঁছার কথা রয়েছে