জি পি এল প্রিমিয়ার লিগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মডেল ও অভিনেতা টিটু বাঙ্গালি

বিনোদন প্রতিনীধি:
জি পি এল প্রিমিয়ার লিগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মডেল ও অভিনেতা টিটু বাঙ্গালি
প্রতিবারের মতো এইবারও অনুষ্ঠিত হলো "গোলচত্ত্বর প্রিমিয়ার লীগ" ২০২৫। এই জিপিএল এর যাত্রা শুরু ২০১১ থেকে। ২০১১ থেকে হলেও বড় পরিশরে শুরু হয় ২০২১ থেকে। এই টুর্নামেন্টে প্রতিবছর ৪ টি দল অংশ গ্রহন করে থাকে। The Avengers,The King Slayers,The Champions, The Innovators এই বিগত ৫ বছরের মধ্যে ৪ বছর "The Avengers" ফাইনাল খেলেছে এবং তারা ৩ টি শিরোপা জয় লাভ করেছে,তারা যথাক্রমে ২০২২,২০২৩ ও ২০২৫ সালে শিরোপা জয় করেছে, ফাইনালে ম্যান ওফ দ্যা ম্যাচ হয়েছে "নবীন" ও প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট হয়েছে "শাহ-আলম" এখন পর্যন্ত ৫ টি বড় আসর সফলতার সাথে আয়োজন করা হয়ে গিয়েছে। এই জিপিএল সফল করার জন্য এলাকাবাসি বিষেশভাবে সাহায্য করে থাকে কিন্তু এই বছর এলাকাবাসীর পাশাপাশি এনটিভি পরিবারের মো: সেলিম, ও সেলস ও মার্কিটিং বিভাগের সকলেই এই জিপিএল কে সফল করার জন্য সাহায্য করেছে এবং ফাইনালে পুরস্কার বিতরণের জন্য আমন্ত্রণ জানানো হয় সময়ের সবচেয়ে জনপ্রিয় মডেল ও অভিনেতা টিটু বাঙ্গালি এবং তিনি বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন এছাড়াও উপস্থিত ছিলেন "সাম্যতা" নামে একটি সামাজিক সেচ্ছাসেবক দল।
টিটু বাঙ্গালি "গোলচত্ত্বর প্রিমিয়ার লীগ" এর সাফল্য কামনা করেন