এন সি পির সকল কার্যক্রম সারাদেশে স্থগিত।

প্রথম সময় ডেস্ক
কেন্দ্রীয় কমিটি বাদে সারাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব
কার্যক্রম স্থগিত
কেন্দ্রীয় কমিটি বাদে সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি স্থগিত করেছে জুলাই অগাস্টে আন্দোলনের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের প্লাটফর্মটি। বাংলাদেশের বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে এয়ারক্রাফট, তুলা, সয়াবিন, গম আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে, ঢাকার গুলশানে সাবেক একজন সংসদ সদস্যের বাসায় চাঁদা দাবির ঘটনায় চারজনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
সরাসরি কভারেজ
-
রোববার সারাদিন যা যা হলো
- জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, উচ্চ কক্ষে পিআর ও মৌলিক সংস্কার ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।
- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “সংস্কারে রাষ্ট্র কাঠামো পরিবর্তনে বিএনপি সচেতনভাবে সামনের দিকে এগুচ্ছে”।
- ইসরায়েল দশ ঘণ্টার জন্য সামরিক অভিযান স্থগিত ঘোষণার পর জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত গাজায় বিমান থেকে খাদ্যসামগ্রী ফেলতে শুরু করেছে।
- রাজধানীর গুলশান এলাকায় সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার আবদুর রাজ্জাক রিয়াদসহ চারজনকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত।
- কেন্দ্রীয় কমিটি বাদে সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি স্থগিত করেছে জুলাই অগাস্টে আন্দোলনের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের এই প্লাটফর্মটি।
- যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২৫টি বোয়িং কেনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
- জাতীয় ঐকমত্য কমিশনের সহ - সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, আগামীকালের মধ্যে সব রাজনৈতিক দলকে জুলাই সনদের খসড়া দেওয়া হবে।
- গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে ঘিরে সংঘটিত সহিংসতার ঘটনায় গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
- রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে।
- চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনজন এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের দুইজন নেতাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বিবিসি বাংলার লাইভ পাতাটি আজ এখানেই শেষ হচ্ছে। সোমবার নতুন খবর নিয়ে পুনরায় পাতাটি চালু হবে। ততক্ষণ পর্যন্ত বিবিসি বাংলার সঙ্গেই থাকুন।
অন্যান্য খবর পড়তে মূলপাতায় ভিজিট করুন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
উচ্চ কক্ষে পিআর ও মৌলিক সংস্কার ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি- নাহিদ ইসলাম
ছবির উৎস,NCP
ছবির ক্যাপশান,শেরপুরে জুলাই পদযাত্রা অনুষ্ঠানে কথা বলছেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, উচ্চ কক্ষে পিআর ও মৌলিক সংস্কার ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।
দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে রোববার শেরপুরে এক পথসভায় এ কথা বলেন মি. ইসলাম।
তিনি বলেন, “দেশব্যাপী সংস্কারের আলাপ আলোচনা চলছে। আমরা বলেছি, পাঁচই অগাস্টের মধ্যে যে কোনো মূল্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে। সাথে জুলাই ঘোষণা পত্রও ঘোষণা করতে হবে”।
মি. ইসলাম বলেন, “ঐকমত্য কমিশন বলেছে দুই তিন দিনের মধ্যেই জুলাই সনদের কার্যক্রম নিশ্চিত করা হবে। যদি পাঁচই অগাস্টের মধ্যে যদি এটি ঘোষণা করা না হয়, তাহলে তেসরা অগাস্ট আমরা ঢাকায় আসছি। জুলাই ঘোষণাপত্র আদায় না করে আমরা ঢাকার শহীদ মিনার ছাড়বো না”।
সংস্কার প্রসঙ্গ টেনে মি. ইসলাম বলেন, “আমরা বলেছি, যে কারণে একটা স্বৈরাচারী রাষ্ট্র ব্যবস্থা তৈরি হলো সেই রাষ্ট্রের সংস্কার করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এক ব্যক্তি কেন্দ্রিক রাষ্ট্র রাখা যাবে না। একটা রাষ্ট্রে শুধু প্রধানমন্ত্রীর কাছেই ক্ষমতা, সেই রাষ্ট্রের আমরা পরিবর্তন চাই”।
তিনি বলেন, “এ জন্য আমরা বলেছি উচ্চ কক্ষ লাগবে। এই উচ্চ কক্ষ অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে। উচ্চ কক্ষে পিআর পদ্ধতির মাধ্যমে আমরা এই জুলাই সনদে সাক্ষর করতে পারি। যদি মৌলিক সংস্কার না হয়, যদি রাষ্ট্রের গুণগত পরিবর্তন জুলাই সনদের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব না হয়, তাহলে এই জুলাই সনদে নাগরিক পার্টি সমর্থন দেবে না”।
-
সংস্কারে রাষ্ট্র কাঠামো পরিবর্তনে বিএনপি সচেতনভাবে সামনের দিকে এগোচ্ছে: মির্জা ফখরুল
ক্যাপশান,সেমিনারে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “সংস্কারে রাষ্ট্র কাঠামো পরিবর্তনে বিএনপি সচেতনভাবে সামনের দিকে এগুচ্ছে”।
রোববার ঢাকায় পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি আয়োজিত এক সেমিনারে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।
সংস্কার প্রসঙ্গে এসময় বিএনপি মহাসচিব মি. আলমগীর বলেন, “অনেকে আজকাল অনেক কথা বলছেন, সংস্কার হচ্ছে। সংস্কার তো আমরা অনেক আগেই থেকে উপলব্ধি করেছি। আমরা ২০১৬ সালে আমরা প্রথম ভিশন-২০৩০ দিয়েছি যেখানে আমাদের সমস্ত পরিবর্তনের কথা, সংস্কারের কথা আমরা প্রথম বিএনপির পক্ষ থেকে বলেছি, আমাদের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন। আমরা ২০২২ সালে আমাদের নেতা তারেক রহমান সাহেব ৩১ দফা দিয়েছেন”।
তিনি বলেন, ‘‘সুতরাং আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা অত্যন্ত সচেতন যে, জনগণের যেটা প্রয়োজন এবং কালের যুগের সঙ্গে সঙ্গে যে পরিবর্তনগুলো আনা দরকার, রাষ্ট্র কাঠামো পরিবর্তনের ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন…সচেতন ভাবেই আমরা সামনের দিকে এগুচ্ছি