সাংবাদিক প্রশান্ত সুভাষ চন্দ অভিযোগ করেছেন, আজ বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী কেচ্ছা রাসেলের নেতৃত্বে ওয়াসিম, টুটুল, পিচ্চি মাসুদসহ ৩০-৩৫ জনের একদল সন্ত্রাসী অতর্কিতে তাঁদের বসতঘরে ঢুকে পড়ে। এ সময় কেচ্ছা রাসেল তাঁকে লক্ষ্য করে দুটি গুলি করে। তিনি আলমারির পাশে লুকিয়ে যাওয়ায় গুলি গায়ে লাগেনি। এরপর হামলাকারীরা অতর্কিতে তাঁকে এবং তাঁর মা-ছেলেক এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে মারাত্মকভাবে আহত করে।
সুভাষ চন্দের অভিযোগ
বিজ্ঞাপনটনা তিনি কেবলই শুনেছেন। তবে এসব বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না। এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ারকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি। পরে জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন প্রথম সময়কে বলেন, সাংবাদিক প্রশান্ত সুভাষের ওপর হামলার খবর তিনি পেয়েছেন। বিষয়টি তাঁরা দেখছেন
Sohag এপ্রিল 1, 2025 0
Sohag জানুয়ারি 23, 2025 0
Sohag এপ্রিল 1, 2025 0
Sohag এপ্রিল 2, 2025 0
Sohag সেপ্টেম্বর 1, 2024 0