আদালতে ‘কালো পোশাক’ নিয়ে সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তি
প্রথম সময় ডেস্ক
আদালতে ‘কালো পোশাক’ নিয়ে সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তি
এ অবস্থায় নিম্ন আদালতের আইনজীবী ও বিচারকরা কালো পোশাক ছাড়াই আদালতে আসতে পারবেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট। ৮ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবত থাকবে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সুপ্রিম কোর্ট বিভাগের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে
এতে বলা হয়েছে- চলমান তাপপ্রবাহের কারণে দেশের বিভিন্ন আইনজীবী সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতির আলোচনা হয়েছে।
এতে সিদ্ধান্ত হয় যে, অধস্তন দেওয়ানী ও ফৌজদারি আদালত/ট্রাইব্যুনালের বিচারক ও আইনজীবীদের মামলা শুনানিকালে পরিধেয় পোশাক সংক্রান্ত বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের গত বছরের ১৮ অক্টোবর বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করা হয়েছে। গত বছরের ১৩ মে’র বিজ্ঞপ্তি পুনর্বহাল করা হলো।
এ অবস্থায় দেশের সব অধস্তন দেওয়ানী ও ফৌজদারি আদালত/ট্রাইব্যুনালের বিচারক এবং আইনজীবীরা ক্ষেত্রমত সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি/সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড/কালো টাই পরিধান করবেন। এক্ষেত্রে কালো কোট এবং গাউন পরিধানে আবশ্যকতা নেই। ৮ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবত থাকবে।
এর আগে বৃহস্পতিবার সকালে ‘ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট‘ এর পক্ষে আইনজীবী ও বিচারকদের জন্য গ্রীষ্ম ও শীতকালীন আলাদা ‘ড্রেস কোড‘ নির্ধারণের জন্য প্রধান বিচারপতি বরাবর আবেদন করেছেন একদল আইনজীবী।
ই-মেইলে এ আবেদন পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির পল্লব, বায়েজীদ হোসাইন, নাঈম সর্দার ও সোলায়মান তুষার।
গত বছর এক হিট স্ট্রোকে এক আইনজীবীর মৃত্যুর পর সুপ্রিম কোর্ট আইনজীবীদের কালো কোট ও গাউন পরার বাধ্যবাধকতা থেকে রেহাই দিয়েছিল। তবে শীত পড়ার পর ফের কালো গাউন ও কোট পরা শুরু হয়।
এপ্রিলের শুরু থেকে আবার তীব্র গরম পড়েছে একসপ্তাহ ধরে। এই অবস্থায় পোশাক নিয়ে আইনজীবীদের মধ্যে আবার অস্বস্তি তৈরি হয়েছে