পরিবার পরিজন কে হারিয়ে ৩৩ বছর হাতিয়া কবুতর হোটেলে।কে এ মানুষট

পরিবার পরিজন কে হারিয়ে ৩৩ বছর হাতিয়া কবুতর হোটেলে।কে এ মানুষট
পরিবার পরিজন কে হারিয়ে ৩৩ বছর হাতিয়া কবুতর হোটেলে।কে এ মানুষট

প্রথম সময় ডেশ;

যার চলে  সেই  বুঝে   এ মানুষটার মা টা কত যে কষ্টে আছেন  বুকের ধন মানিক কে হারিয়ে  পরিবার পরিজন ভাবছে হয় তো  মানুষ টা মরে গেছে অথচ। মানুষ টা বেচে আছে বিছিন্ন দ্বিপ হাতিয়ায় উপজেলায়।  প্রায় ৩৩ ব ছর আগে ১৯৯১ সালে    একজন ভাল মানুষ ছিলেন পরি পুন্য  আজ মা বাবা হারিয়ে  একা একা  থাকে ভবেগুরু মতো  থাকেন  মানবিক মানুষ ক্ষেত কবুতরে হোটেলর মালিকের কাছে  হাতিয়ায়।  কেবলা হুজুর নামে  এক লোকেকাছে সেই। থেকে এ পযন্ত ৩৩ বছর কাটাল নাম পরিচয়  বলতে পারেন না । এ বান বাসা মানুষ টি কোন। মায়ের সন্তান এখনো জানা যায়নি। কেউ বলেন হুজুর কেবলা  থাকা কালিন ফারুখ নামে ও ডাকতেন তাকে কেবলা হুজুর মারা যাওযার পরে তার ছেলে মোহাম্মদ  বিপ্লব তাকে দেখা শুনা করেন। তার বাবার  যে ভাবে দেখে রাখতেন  এ বান নাসিকে

হাতিয়া থানার  ওসি  অফিসার ইনছাজ প্রথম সময়কে বলেন  সে অনেক বছর যাবত এখানে আমার থানার পাশে  অনেক ভাল মানুষ  আমি তাকে চিনি  অনেক লোকএসেছিল। তাদের পরিবারের সাথে মেসিং  না হওয়ায় আমরা দিতে পারিনি।  কেউ  যদি সঠিক তথ্য দিয়ে  নিতে পারে  এখানে আসি দেখি  প্রমান করে নিয়ে যাক আমাদের কোন সমস্য নেই। হাতিয়া উপজেলা অফিসার  ই ইউ ও। সুরাইয়া আক্তার লাকী  প্রথম সময়কে বলের আমরা তার ব্যপারে জানি তার খাবার ওষুদ শ বিভিন্ন সঝোগিতা  আমরা দিব দিয়ে যাচ্ছি। আমরা চাই তার আসল অভিবাবক  তাকে  নিয়ে যাক।