বিশ্ব সংবাদমাধ্যমে আর্জেন্টিনার বিশ্বজয় খেলা ডেস্ক

বিশ্ব সংবাদমাধ্যমে আর্জেন্টিনার বিশ্বজয় খেলা ডেস্ক
বিশ্ব সংবাদমাধ্যমে আর্জেন্টিনার বিশ্বজয় খেলা ডেস্ক

‘মেসি যে আর্জেন্টিনায় বসন্ত ফিরিয়ে আনবেন, সেটি তাঁর জন্মের আগেই ঠিক হয়ে গিয়েছিল’ ঠিক এভাবেই শিরোনাম করেছে সে দেশের পত্রিকাগুলো। পাজিনা টুয়েলভ পত্রিকায় সাংবাদিক হোসে লুইস লানাও লিখেছেন, ‘আবার বসন্ত এসেছে।’

পাজিনা টুয়েলভ পত্রিকা
পাজিনা টুয়েলভ পত্রিকা
ছবি : সংগৃহীত

আর্জেন্টিনার পতাকাটিকে বর্ণনা করেছেন, ‘খোলা আকাশে যেন চেরি ফুল হয়ে ফুটেছে আকাশি, নীল ও সাদা।’ আর্জেন্টিনার মানুষের উদ্‌যাপন যেন বল্গাহারা ছিল। আর সেটাই লিখেছেন তিনি, ‘ফুটবলেও বিশ্ব চ্যাম্পিয়ন, আবার উদ্‌যাপনেও।’
আরেকটি পত্রিকা ক্লারিনের সাংবাদিক হুয়াইন ক্রুজ পাঠককে মনে করিয়ে দিয়েছেন ফুটবলের সঙ্গে জীবনের সম্পৃক্ততা, ‘গোলাপ আর কাঁটা দিয়েই তৈরি ফুটবল।’ শুধু তা–ই নয়, মেসির বয়স নিয়েও বিশেষ বর্ণনা দিয়েছেন ক্রুজ। ফিফার বিশ্বকাপ তালিকায় মেসির বয়স ৩৫ বছর। কিন্তু  ক্রুজ তাঁর বয়স আরও এক বছর কমিয়ে লিখেছেন, ‘মেসি, ৩৪ বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন, যে ট্রফিটা তাঁর জন্মের এক বছর আগেই নিয়তি নির্ধারিত ছিল।’

আর্জেন্টিনার দৈনিক ক্লারিনের প্রথম পাতা
আর্জেন্টিনার দৈনিক ক্লারিনের প্রথম পাতা
ছবি : সংগৃহীত

আবারও বিশ্বকাপ জেতায় আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ ধন্যবাদ জানিয়েছেন দলের ফুটবলারদের। টুইটারে তিনি লিখেছেন, ‘সব সময় একসঙ্গে, সব সময় ঐক্যবদ্ধ।’

আর্জেন্টিনার এমন জয় ছুঁয়ে গেছে প্রতিবেশী রাজ্য চিলিকেও। আবেগে উচ্ছ্বসিত চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিস লিখেছেন, ‘বুকে এসো ও আমার আর্জেন্টাইন ভাইয়েরা।’ সঙ্গে এটাও যোগ করেছেন, ‘তোমাদের আনন্দ পর্বত টপকে এই দেশেও ছুঁয়েছে।’

আর্জেন্টিনার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ওলে প্রথম পাতায় লিখেছে, ‘আমরা বিশ্ব চ্যাম্পিয়ন।’ আর্জেন্টিনার আরেক রক্ষণশীল দৈনিক লা নাসিওনের শিরোনাম, ‘ইতিহাসের সেরা ফাইনাল।’ ক্লারিন বর্ণনা করেছে এই ম্যাচকে অবিস্মরণীয় হিসেবে।
এবারের ফাইনালে লড়াইটা আসলে ছিল পিএসজির দুই তারকা লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পের মধ্যে। শেষ পর্যন্ত এই লড়াইয়ে জিতেছেন মেসি। আর এটাকেই সামনে এনে যুক্তরাজ্যের দ্য টাইমস প্রথম পাতায় লিখেছে, ‘আধুনিককালের সেরাদের লড়াইটা হয়েছে শ্রেষ্ঠ এক ফাইনালে।’ খেলার পাতায় মেসিকে বর্ণনা করেছে এভাবে, ‘সর্বশ্রেষ্ঠ’।

আরও পড়ুন

বাংলাদেশকে ধন্যবাদ আর্জেন্টিনা ফুটবল দলের

৩৬ বছর অপেক্ষার পর বিশ্বকাপের শিরোপা জয় করে আর্জেন্টিনা দল ধন্যবাদ দিল বাংলাদেশকে

দ্য মিরর তাঁকে গোট হিসেবে লিখেছে, যার মানে সর্বকালের সেরা। টেলিগ্রাফও একই শিরোনাম করেছে, তবে একটু ঘুরিয়ে তারা লিখেছে, ‘জি ও এ টি’ (GOAT)। মাঝখানে টি অক্ষরের আগের এল অক্ষরটি লাল কালি দিয়ে কেটে দিয়েছে তারা। ব্রাজিলের ও গ্লোবোর শিরোনাম, ‘ফুটবল তার দায় শোধ করল।’ স্পেনের এল পাইস পত্রিকায় লেখা হয়েছে, ‘শেষ পর্যন্ত মেসির মাথায় মুকুট।’

দ্য টেলিগ্রাফ মেসিকে সর্বকালের সেরা আখ্যায়িত করেছে।
দ্য টেলিগ্রাফ মেসিকে সর্বকালের সেরা আখ্যায়িত করেছে।
ছবি : সংগৃহীত

এশিয়াজুড়েই রয়েছে মেসির প্রচুর সমর্থক। ভারত, বাংলাদেশে আর্জেন্টিনার জয়ে হয়েছে বিজয় মিছিল। ভারত, বাংলাদেশের সংবাদমাধ্যমে দেখা গেছে আর্জেন্টিনার জয়ের খবরই প্রধান শিরোনামে এসেছে। ভারতের দ্য হিন্দুর খবরে লেখা হয়েছে, মেসির সঙ্গে তার দলের ভাগ্যও লেখা ছিল। আর দক্ষিণ কোরিয়ার পত্রিকা হানকুক ইলবোর মেসিকে নিয়ে শিরোনাম, ‘ফুটবলের ঈশ্বর