বাংলাদেশে রাজধানীর। বেইলি রোডের আগুনে অন্তত ৩০ জন নিহত
বেইলি রোডের আগুনে অন্তত ৩০ জন নিহত
রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে আগুনে অন্তত ৩০ জন নিহত মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন ফায়ারের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন।
এসময় জীবিত উদ্ধার করা হয়েছে ৭৫ জন। এর মধ্যে অচেতন অবস্থায় ভবন থেকে উদ্ধার করা হয়েছে ৪৩ জনকে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে ফায়ার সার্ভিসের তরফ থেকে এ তথ্য জ
এর আগে, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে ভবনের দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ নামের একটি রেস্তোরাঁয় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এরপর ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন হতাহতদের সম্পর্কে জানান।
ওই ভবনটি সাত তলা। উপরের তলাগুলোতেও রেস্তোরাঁ এবং তৃতীয় তলায় একটি পোশাকের দোকান ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বিতীয় তলায় আগুন লাগার পর তা উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত লোকজন উপরের দিকে উঠে যায়। এ সময় ভবন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন আহত হন। তাদের মধ্যে ১২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।