কমদামে মাংস বিক্রিকরার কারনে , দোকানদারকে কুপিয়ে হত্যা।

কমদামে মাংস বিক্রিকরার কারনে , দোকানদারকে কুপিয়ে হত্যা।

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,

রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলায় নির্ধারিত মুল্যের চেয়ে কম টাকায় গরুর মাংস বিক্রি করায় বিক্রেতাকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। শনিবার (২০ জানুয়ারি) আড়ানী পৌরসভা বাজারে এ ঘটনা ঘটে। নিহত মাংস বিক্রেতার নাম মামুন হোসেন (৩০)। তিনি পৌর এলাকার পিয়াদাপাড়ার মৃত রহিম উদ্দিনের ছেলে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামুন শুক্রবার থেকে ৬৫০ টাকা কেজিতে মাংস বিক্রি করছে। শনিবারও একই দামে সে মাংস বিক্রি করছিল তার পাশের আরেক বিক্রেতা খোকন হোসেনের সঙ্গে এ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে খোকনের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে কুপিয়ে মামুনকে জখম করে। মামুনকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মামুন ও খোকন পরস্পর মামাতো ফুফাতো ভাই। এক সঙ্গে তারা মাংসের ব্যবসা করেন। কিছুদিন আগে তারা ব্যবসা আলাদা করেছেন। শনিবার (২০ জানুয়ারি) তারা দু’জন পাশাপাশি মাংস বিক্রি করছিলেন। খোকন ৭০০ টাকা এবং মামুন ৬৫০ টাকা প্রতিকেজি হিসেবে মাংস বিক্রি করছিলেন। এ নিয়ে দু’জনের মধ্যে তর্কবির্তকের এক পর্যায়ে মানুষের সামনে প্রকাশ্যে ছুরি দিয়ে কুপিয়ে মামুনকে আহত করে। এ বিষয়ে মামুনের ছোট ভাই মানিক হোসেন বলেন, তারা ব্যবসা আলাদা করার পর থেকে খোকন বিভিন্ন সময়ে মামুনকে হুমকি দিয়ে আসছিল। আমাকে বিষয়টি কয়েকদিন আগে জানিয়েছিল মামুন। ওসি আমিনুল ইসলাম বলেন, মরদহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনা এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি এ বিষয়ে।