চলন্ত ট্রেনে উঠার সময় দুই পা হারালেন যাত্রী ।

চলন্ত ট্রেনে উঠার সময় দুই পা হারালেন যাত্রী ।

সাবরিনা আক্তার,

বড়াল ব্রিজ স্টেশনে যাত্রাবিরতির পরে রওনা দেয় ট্রেন। ধীরে ধীরে ট্রেনের গতি বাড়তে থাকে। এ অবস্থায় আলাউদ্দিন (৪৮) নামের একজন সবজি ব্যবসায়ী দৌড়ে ট্রেনে ওঠার চেষ্টা করেন। ট্রেনের বগির দরজার সিঁড়িতে পা দেওয়ার সময় হাত ফসকে নিচে পড়ে যান তিন  এতে আলাউদ্দিনের দুই পা ট্রেনের চাকার নিচে গিয়ে বিচ্ছিন্ন হয়ে যায়। আজ শনিবার সকালে পাবনার ভাঙ্গুড়া পৌর শহরের বড়াল ব্রিজ রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। আলাউদ্দিন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বলাইগাতি গ্রামের আজহার উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈশ্বরদী থেকে ঢাকাগামী ‘ঢাকা মেইল’ নামে একটি ট্রেন সকাল ৬টার দিকে বড়াল ব্রিজ স্টেশনে কয়েক মিনিটের যাত্রাবিরতি দেয়। সেখানে যাত্রীরা ট্রেনে ওঠার পরই ট্রেনটি পরবর্তী গন্তব্যের জন্য রওনা দেয়। এ সময় আলাউদ্দিন স্টেশনের প্ল্যাটফরমে দৌড়ে গিয়ে ট্রেন ধরার চেষ্টা করেন। একপর্যায়ে ট্রেনের শেষ বগির কাছে পৌঁছে তিনি ওঠার চেষ্টা করলে পড়ে যান। এতে ট্রেনের চাকার নিচে তাঁর দুই পা কাটা পড়ে। স্থানীয়রা তাৎক্ষণিক তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানো হয়। স্টেশনের বুকিং সহকারী শফিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আহত ব্যক্তিকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেছেন।’  ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘আহত ব্যক্তির পরিবারের খবর পাঠানো হয়েছে। এ ছাড়া তাঁকে সার্বিক সহযোগিতা করেছে পুলিশ।