ইউক্রেনের কোচ আন্দ্রেই শেভচেঙ্কো এমন কিছু বলে মাথা চাপড়াচ্ছেন কি না, জানা যায়নি। তবে ইংল্যান্ড যেভাবে ইউক্রেনকে বশ মানাল আজ, তাতে অমনটা যদি শেভচেঙ্কো বলেও থাকেন, দোষ দেওয়া যাবে না। ইউরোর শেষ কোয়ার্টার ফাইনালে ইউক্রেনকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। জোড়া গোল করেছেন অধিনায়ক হ্যারি কেইন। একটি করে গোল করেছেন জর্ডান হেন্ডারসন ও হ্যারি ম্যাগুয়ার। চারটা গোলের তিনটিই এসেছে সেটপিস থেকে, হেডের মাধ্যমে।প্রথম থেকেই ইউক্রেনের ওপর চড়াও হয়ে বসে ইংল্যান্ড। দ্বিতীয় রাউন্ডে সুইডেনের বিপক্ষে যেমন প্রত্যয়ী ইউক্রেনকে দেখা গিয়েছিল, এই ম্যাচে তাঁর ছিটেফোঁটাও দেখা যায়নি। ফলাফল যা হওয়ার তাই হয়েছে। প্রথম থেকেই শেভচেঙ্কোর শিষ্যদের ওপর ছড়ি ঘুরিয়েছে ইংল্যান্ড। চার মিনিটেই মাঠের বাঁ প্রান্তে লেফটব্যাক লুক শ ও লেফট উইঙ্গার রহিম স্টার্লিংয়ের সুর্দান্ত রসায়নের ফসল ঘরে তোলেন হ্যারি কেন। টুর্নামেন্টের শুরুটা হতাশাজনক হলেও আস্তে আস্তে বেশ ভালোই ফর্মে ফিরছেন ইংলিশ অধিনায়ক। দুর্দান্ত ফিনিশিংয়ে প্রথমেই দলকে এগিয়ে দেন। রহিম স্টার্লিংও বুঝিয়ে দেন আরেকবার, তাঁকে ঘিরে যতই সমালোচনা হোক না কেন, গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ডের আক্রমণে তিনি এখনও তুরুপের তাস। এরপরে শুধুই সেটপিসের কাহিনি। একেকটা সেটপিস ইউক্রেনের ডি-বক্সে আছড়ে পড়েছে, আর ইউক্রেনিয়ান ডিফেন্ডারদের কাঁপাকাঁপি নজরে পড়েছে বাজেভাবে। পরের তিনটা গোলই সেটপিস থেকে হয়েছে। দ্বিতীয়ার্ধের শুরুতে লেফটব্যাক লুক শ এর দুর্দান্ত এক ফ্রি-কিকে মাথা ছুঁইয়ে দলকে আরও এগিয়ে দেন শ এর ক্লাব-সতীর্থ হ্যারি ম্যাগুয়ার
Sohag জুলাই 7, 2024 0
Sohag আগষ্ট 31, 2024 0
Sohag সেপ্টেম্বর 13, 2024 0
Sohag নভেম্বর 7, 2024 0
Sohag জুলাই 10, 2021 0