সাবরিনা আক্তার
ভারত মহাসাগরে জলদস্যু অপহৃত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর ইলেকট্রেশিয়ান ফেনীর দাগনভূঞা উপজেলার ইব্রাহীম খলিল বিপ্লব। তিনি দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর গ্রামের রওশন ভূঁইয়া বাড়ির আবুল হোসাইনের ছেলে। মঙ্গলবার জিম্মি হওয়ার পর সর্বশেষ ওইদিন সন্ধ্যায় তার পিতা ও স্ত্রীর সঙ্গে কথা হয়েছে। বুধবার উপজেলার মোমারিজপুর রওশন ভূঁইয়া বাড়িতে গিয়ে পুরো পরিবারকে উদ্বিগ্ন অবস্থায় দেখা যায়। পরিবারের দাবি, দ্রুত সবাইকে ভালোভাবে ফিরিয়ে আনার। পরিবারের সূত্রে জানা যায়, বিপ্লব আট বছর আগে জাহাজে চাকরি নেন। অপহৃত জাহাজটি গত বছরের ২৯ নভেম্বর দক্ষিণ কোরিয়া থেকে ছেড়ে যায়। তিনি এমবি আবদুল্লাহতে ইলেকট্রেশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। বিপ্লবের পিতা আবুল হোসাইন ভূঁঞা বলেন, আমার চার ছেলে দুই মেয়ের মধ্যে বিপ্লব সবার বড়। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে আমার কথা হয়। সোমালিয়ার জলদস্যু অপহরণ করে নিয়ে যাচ্ছে।
আমাদের কী হয় জানি না। আমাদের জন্য দোয়া করবেন। তিনি তার ছেলের মুক্তির জন্য সরকারের সহযোগিতা কামনা করেন। ইব্রাহীম খলিল বিপ্লবের স্ত্রী উম্মে সালমা কান্নাজড়িত কণ্ঠে বলেন, গতকাল বিকাল ৫টার দিকে কথা হয়েছিল। তিনি বলেন আমাদের কী হয় জানি না। আমার সন্তানদের দেখে রাখিও। এটাই শেষ কথা, আর কথা হয়নি। ইব্রাহীম খলিল বিপ্লব দুই ছেলের জনক। তার মা ও স্ত্রী, দুই ছেলে ফেনীতে একটি ভাড়া বাসায় বসবাস করেন। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, আমি বিষয়টি জেনেছি। খোঁজ খবর নিতে বাড়িতে পুলিশ ফোর্স পাঠিয়েছি।