বাংলাদেশে করোনায় একদিনে সর্বোচ্চ ২১২ মৃত্যু, শনাক্ত ১১৩২৪

বাংলাদেশে  করোনায় একদিনে সর্বোচ্চ ২১২ মৃত্যু, শনাক্ত ১১৩২৪
বাংলাদেশে  করোনায় একদিনে সর্বোচ্চ ২১২ মৃত্যু, শনাক্ত ১১৩২৪

গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত) দেশে একদিনে করোনাভাইরাসে আরও ২১২ জনের মৃত্যু হয়েছে। এ সময় ১১ হাজার ৩২৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

এর আগে বুধবার একদিনে সর্বোচ্চ মৃত্যু ছিল গত ২০১ জন।

আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় মোট ৩৬ হাজার ৫৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৩০ দশমিক ৯৫ শতাংশ।

সব মিলিয়ে দেশে এ পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৫৪৩। মোট মৃত্যু হয়েছে ১৬ হাজার ৪ জনের।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৬২ হাজার ৩৮৪ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৮ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম নতুন করোনাভাইরাস সংক্রমণ দেখা দেয়। পরে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ