বোট ক্লাবে পরীমনির ভাঙচুরের সুনির্দিষ্ট অভিযোগ নেই: ডিবি
পরীমনির অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে—তদন্তে এগুলো আমলে নেওয়া হবে কি না, এ বিষয়ে এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘যেহেতু মামলাটি চলমান, এ ক্ষেত্রে সবকিছু জিজ্ঞাসাবাদের আওতায় আসবে। তদন্তে বারবার জিজ্ঞাসাবাদ হবে। জিজ্ঞাসাবাদ করে তদন্ত শেষে বিষয়গুলো পাওয়া যাবে।ইসলামিক বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানসহ ঢাকা থেকে চারজন ‘নিখোঁজ’। এ বিষয়ে ডিবি কী পদক্ষেপ নিচ্ছে—এমন প্রশ্নের জবাবে এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘চারজন ব্যক্তির খোঁজ পাওয়া যাচ্ছে না, এটা আমরা জেনেছি। আমরা বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলছি। একটা জিডি হয়েছে রংপুরে। রংপুর থেকে কাজ করছে। আমরাও কাজ করছি। একই সঙ্গে কয়েকটি ঘটনা, একটু সময় লাগতে পারে।’
অপরাধী শনাক্তে সিসিটিভি ক্যামেরা উন্নয়ন হচ্ছে না কেন, এ বিষয়ে এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘ঢাকা শহরে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ চলছে। প্রযুক্তিগত বিষয়গুলো আধুনিক ও আন্তর্জাতিক মানের করা হচ্ছে