বিএনপির ১২৪৯ নেতাকর্মীকে সাজা দেওয়া হয়েছে: কায়সার কামাল

বিএনপির ১২৪৯ নেতাকর্মীকে সাজা দেওয়া হয়েছে: কায়সার কামাল
বিএনপির ১২৪৯ নেতাকর্মীকে সাজা দেওয়া হয়েছে: কায়সার কামাল
গত ২৮ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত বিএনপির ২১ হাজার ৮৩৫ জন নেতাকর্মীকে অন্যায়ভাবে কারাগারে রাখা হয়েছে। পাশাপাশি গত ১৪ সপ্তাহে ৭৯ নাশকতার মামলায় বিএনপির ১ হাজার ২৪৯ জন নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের বক্তব্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আজ্ঞাবহ করার স্বীকারোক্তিমূলক জবানবন্দি। 

সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। তাঁর দাবি, বিএনপির ২০ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার না করলে হরতালে গাড়ি চলত না। হরতাল দেওয়া ছাড়া বিকল্পও ছিল না। নেতাকর্মীকে জেলে না রাখলে দেশ অচল হয়ে যেত। কায়সার কামাল বলেন, আব্দুর রাজ্জাকের বক্তব্যে পরিষ্কার হয়েছে সরকার জনগণের ভোটাধিকার লুণ্ঠন করেছে। গণতন্ত্র ও মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠায় বিএনপি যে আপসহীন আন্দোলন চালিয়ে যাচ্ছে, সেই আন্দোলনকে স্তব্ধ করার জন্য সরকার বিএনপির নেতাকর্মীকে বেআইনি সাজা দিচ্ছে। তাঁর বক্তব্য প্রমাণ করে রাষ্ট্রের সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে সরকার করায়ত্ত করেছে। 

কায়সার কামাল বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রেখে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ছাড়া শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না। গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন অব্যাহত থাকবে। 

সংবাদ সম্মেলনে ফোরামের সভাপতি ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বদরুদ্দোজা বাদল, রুহুল কুদ্দুস কাজল, গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ উপস্থিত ছিলেন