বি এন পির নেতা কারামুক্ত ফখরুল-আব্বাস ২ জনে এবার হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক
কারামুক্ত ফখরুল-আব্বাস এবার হাসপাতালে
সদ্য জামিনে কারামুক্ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে মির্জা ফখরুল ও বেলা আড়াইটার দিকে মির্জা আব্বাস রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। উভয় নেতা অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের অধীনে চিকিৎসাধীন।
চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি মহাসচিবকে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়ে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
অন্যদিকে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, মির্জা আব্বাসের অনিয়মিত হার্টবিট, কাশি ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়া এবং মূত্রজনিত সমস্যা প্রকোপ আকার ধারণ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে