ফেসবুকে হুমকি দিয়ে বসুরহাট একাডেমী শিক্ষিকাকে ছুরিকাঘাত
কোটা আন্দোলনে সমর্থন
ফেসবুকে হুমকি দিয়ে শিক্ষিকাকে ছুরিকাঘাত
নোয়াখালীর কোম্পানীগঞ্জে তাহমিনা ইয়াছমিন নুপুর (২৮) নামের এক স্কুল শিক্ষিকাকে ছুরিকাঘাতে আহত করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে বসুরহাট টিঅ্যান্ডটি রোডে এ ঘটনা ঘটে।
আহত তাহমিনা ইয়াছমিন বসুরহাট একাডেমি স্কুলের শিক্ষিকা হিসেবে কর্মরত। তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাহমিনা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।
এ ঘটনার প্রতিবাদে বুধবার (১৪ আগস্ট) সকালে বসুরহাটে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছেন বসুরহাট একাডেমির শিক্ষার্থীরা।
শিক্ষিকার বাবা আবুল বাসার বাহার কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইসমাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ। তিনি পরথম সময়কে জানান, সকালে বাসা থেকে বের হয়ে কর্মস্থলে যাচ্ছিলেন তাহমিনা। স্কুলের কাছাকাছি টিঅ্যান্ডটি এলাকায় পৌঁছাতেই দু-তিনজন তার পথরোধ করেন। একজন পেছন থেকে তার মাথায় রড দিয়ে আঘাত করেন। আরেকজন পেটে ছুরিকাঘাত করেন। এসময় তার চিৎকারে আশপাশের মানুষজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা তাহমিনাকে হাসপাতালে নিয়ে যান।
তাহমিনা জাগো নিউজকে বলেন, “আন্দোলনের শুরু থেকেই কোটা সংস্কারের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরব ছিলাম। এর জেরে সোমবার (১২ আগস্ট) ‘সৈনিক বাংলা’ নামের একটি ফেসবুক আইডি থেকে আমাকে মেসেঞ্জারে হুমকি দেওয়া হয়। আমাকে, আমার ছেলেকে এবং ভাইকে হত্যার হুমকি দেওয়া হয়। এরপরই আজ এমন ঘটনা ঘটলো।”
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী পরথম সময়কে বলেন, শিক্ষিকা তাহমিনা ইয়াসমিনের ওপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তবে কারা ওই হামলায় জড়িত, তা এখনো শনাক্ত করা যায়নি। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে