কোম্পানীগঞ্জে ভোট যুদ্ধে লড়ছেন স্বামী-স্ত্রী

কোম্পানীগঞ্জে ভোট যুদ্ধে লড়ছেন স্বামী-স্ত্রী
কোম্পানীগঞ্জে ভোট যুদ্ধে লড়ছেন স্বামী-স্ত্রী
প্রথম সময়  প্রতিবেদক:

কোম্পানীগঞ্জে ভোট যুদ্ধে লড়ছেন স্বামী-স্ত্রী

নুর উদ্দিন মুরাদ :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন স্বামী-স্ত্রী দু’জন। এনিয়ে ভোটারদের মাঝে পক্ষে-বিপক্ষে ব্যাপক গুঞ্জন চলছে।

এর হলেন ৪নম্বর চরকাঁকড়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মোঃ হাবিব উল্যাহর ছেলে আবদুল লতিফ সেলিম(৬০) ও তাঁর স্ত্রী শাহীনা আক্তার লাকী(৪৮)। সেলিম মোরগ প্রতীক নিয়ে ৫নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য এবং লাকী সূর্যমুখী ফুল প্রতীক নিয়ে ৪,৫,৬নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য প্রার্থী। লাকী ওই ওয়ার্ডের বর্তমান সংরক্ষিত সদস্য।

তাদের দু’জনের প্রার্থীতা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা করছেন। ৪নম্বর ওয়ার্ডের ভোটার ও ব্যবসায়ী সালাহ উদ্দিন সবুজবলেন, ‘হেতারা বেগ্গাইন খাইতো ছায়'(ওরা সব খেতে চায়)।

একই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে, চরকাঁকড়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য ও প্রার্থী মোঃ আলাউদ্দিন বলেন, প্রত্যেকে যার, যার ব্যাক্তিত্ব ও জনসমর্থন নিয়ে ভোট করছেন। ভোটাররাই এ বিষয়ে চুড়ান্ত রায় দিবেন।

একই ইউনিয়নের একই এলাকায় স্বামী-স্ত্রী দু’জন প্রার্থী হওয়ায় ভোটারদের বিরুপ প্রতিক্রিয়া বিষয়ে জানতে চাইলে সদস্য প্রার্থীসেলিম বলেন, ৫নম্বর ওয়ার্ডে আমি আমার ভোট করছি। আমার স্ত্রী তার অবস্থানে থেকে তার ভোট করছে। এতে কেউ বিভ্রান্তহওয়ার কিছু নেই