বিএনপিকে বাংলার মাটিতে মানুষ চায় না : ওবায়দুল কাদে
বিএনপিকে বাংলার মাটিতে মানুষ চায় না : ওবায়দুল কাদে
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক যোগাযোগ এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে বাংলার মাটিতে মানুষ চায় না। এদের প্রতিহত করতে হবে। এরা থাকলে বাংলাদেশে শান্তি থাকবে না, উন্নয়ন হবে না। জনগণ তাদের লাল কার্ড দিয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকভাবে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত আওয়ামী লীগের প্রথম নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন কোথায়? তারা পালিয়ে গেছে। তারা ভুয়া। তাদের হরতাল, অবরোধ ইত্যাদি কর্মসূচি ভুয়া। তারা বলেছিলেন, ডিসেম্বরে শেখ হাসিনা পালিয়ে যাবেন। কিন্তু কে পালিয়েছে দেশের মানুষ এবং বিশ্ববাসী তা দেখছে। বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে হবে।
বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের আরও বলেন, আগুন নিয়ে খেলবেন না। নিজেদের পুড়ে মরতে হবে। ৭ জানুয়ারি খেলা হবে। বিএনপি কোথায়? বিএনপি পালিয়ে গেছে।
জনসভায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্ব করেন। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান এবং সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক যোগাযোগ এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনে নৌকার প্রার্থী ড. একে আব্দুল মোমেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, সিলেট-৬ আসনের নৌকার প্রার্থী ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও অভিনেত্রী তারিন জাহানসহ কেন্দ্রীয়, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা।
এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন শেখ হেলাল এমপি, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, বাহাউদ্দিন নাছিম ও মাহবুবউল-আলম হানিফ প্রমুখ।