ঢাকা: জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা আবারও করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তবে তিনি সুস্থ আছেন। চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শায়রুল কবির খান সারাবাংলাকে এসব তথ্য জানান। এর আগে ২০২০ সালের আগস্ট মাসে প্রথমবারের মতো করোনা আক্রান্ত হন ব্যারিস্টার রুমিন ফারাহানা। দেড় বছরের ব্যবধানে আবারও করোনায় আক্রান্ত হলেন তিনি।
ব্যারিস্টার রুমিন ফারহান বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক। ব্যারিস্টার হিসেবে বাংলাদেশের উচ্চ আদালতে আইনি পেশায় নিয়োজিত। ২০১৯ সালের ২৮ মে বাংলাদেশ জাতীয়তবাদী দল বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংরক্ষিত ৫০ নং নারী আসন থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপির একমাত্র নারী সদস্য হিসেবে একাদশ জাতীয় সংসদে প্রতিনিধিত্ব