তালেবানকে মালালার চিঠি মেয়েদের অধিকার রক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার
চিঠিতে বলা হয়, বিশ্বে আফগানিস্তানই একমাত্র দেশ, যেখানে মেয়েদের শিক্ষার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।
২০১২ সালে স্কুলে যাওয়ার পথে জঙ্গি হামলার শিকার হন মালালা। পরে ওই হামলার দায় স্বীকার করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান। ২০১৪ সালে নোবেল শান্তি পুরস্কার পান মালালা। বর্তমানে তিনি তাঁর দাতব্য সংস্থা মালালা ফান্ডের মাধ্যমে মেয়েদের শিক্ষা নিয়ে কাজ করছেন। তাঁর দাতব্য সংস্থা থেকে ২০ লাখ মার্কিন ডলার আফগানিস্তানে মেয়েদের শিক্ষায় সহায়তার জন্য অনুদান দেওয়া হয়েছে। আফগানিস্তানবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জালমে খলিলজাদ পদত্যাগ করেছেন। গত সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানায়। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর সম্প্রতি তালেবান নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মুখোমুখি আনুষ্ঠানিক বৈঠক হয়। দোহায় অনুষ্ঠিত এ বৈঠকে খলিলজাদকে রাখা হয়নি। এর ধারাবাহিকতায় খলিলজাদ পদত্যাগপত্র জমা