খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, চুক্তি ডিসেম্বরেই ঢাকা: মধ্যপ্রাচ্যের

খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, চুক্তি ডিসেম্বরেই  ঢাকা: মধ্যপ্রাচ্যের
খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, চুক্তি ডিসেম্বরেই  ঢাকা: মধ্যপ্রাচ্যের

খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, চুক্তি ডিসেম্বরেই

ঢাকা: মধ্যপ্রাচ্যের পর বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার মালয়েশিয়া। কিন্তু সরকার কিছু বেসরকারি জনশক্তি রফতানিকারকের প্রভাব নিয়ন্ত্রণ করতে না পারায় প্রায় তিন বছর ধরে দেশটিতে জনশক্তি রফতানি বন্ধ রয়েছে। তবে দীর্ঘ দিন পর দেশটিতে ফের জনশক্তি রফতানির সুযোগ তৈরি হতে যাচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশ থেকে কর্মী নিতে নতুন করে প্রস্তাব দিয়েছে মালয়েশিয়া। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ জানিয়েছেন, সব কিছু ঠিক থাকলে ডিসেম্বরেই চুক্তি হচ্ছে। আর এ চুক্তিতে কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা থাকছে না। এদিকে, মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সবধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন বেসরকারি জনশক্তি রফতানিকারকরা।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, সবশেষ ২০১৮ সালে ঘটা করে মালেয়েশিয়ায় পৌনে দুই লাখ কর্মী পাঠানো হয়। এরপর ১০টি রিক্রুটিং এজেন্সি সিন্ডিকেট করে দেশটিতে উচ্চ অভিবাসন হারে কর্মী পাঠাতে দুই দেশের সরকারের কাছ থেকে অনুমতি নেয়। ওই পরিস্থিতিতে অন্য রিক্রুটিং এজেন্সির মালিকরা তীব্র প্রতিবাদ তোলেন। ফলে ওই বছরের সেপ্টেম্বর থেকে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে মালয়েশিয়া সরকার। এর পর দফায় দফায় বৈঠক করেও মালয়েশিয়ার শ্রমবাজার খোলা সম্ভব হয়নি।

এদিকে, ২০২০ সালে শুরু হয় করোনাভাইরাসের মহামারি। তখন প্রায় সব দেশই স্বাভাবিকভাবে কর্মী নিয়োগ বন্ধ রাখে। তবে বর্তমানে করোনার প্রকোপ কমে আসায় মালয়েশিয়ার শ্রমবাজার খোলার জন্য সরকার নানা দেন-দরবার শুরু করে। গত ফেব্রুয়ারি মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারের মধ্যে এ নিয়ে এক ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশটি শ্রমবাজার উন্মুক্ত প্রক্রিয়ায় এক ধাপ এগিয়ে যায়।

ফেব্রুয়ারির পরেও বেশ কয়েকবার এ নিয়ে দুই দেশের সরকারের মধ্যে বিস্তর আলোচনা হয়। সেই আলোচনার পর কর্মী নিতে আগ্রহ প্রকাশ করে মালয়েশিয়া। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুই দেশের যৌথ বৈঠকে যেসব আলোচনা হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল- শ্রমবাজার উন্মুক্ত হলে রিক্রুটিং এজেন্সির সংখ্যা নির্ধারণ।

সূত্র বলছে, এবার আর কোনো সিন্ডিকেট থাকছে না। আগের তৈরি ডাটাবেজ থেকেই দেশটিতে কর্মী পাঠাবে বাংলাদেশ। এ প্রসঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ সারাবাংলাকে বলেন, ‘মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশ থেকে কর্মী নেবে তারা। এজন্য একটা সমঝোতা স্মারক সই হবে। এমওইউ যেটা আছে সেটা মোটামুটি চূড়ান্ত হয়ে আছে। এখন সই বাকি। আশা করছি ডিসেম্বর মাসে কিছু একটা ঘটতে পারে