তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ,ইতালী ফ্রান্সে নজিরবিহীন পরিস্থিতি, রেড অ্যালার্ট জারি

সোহাগ সামী:
তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ,ইতালী ফ্রান্সে নজিরবিহীন পরিস্থিতি, রেড অ্যালার্ট জারি
ইউরোপজুড়ে চলছে নজিরবিহীন তাপপ্রবাহ। ফ্রান্স, ইতালি, স্পেন, জার্মানি, পর্তুগাল, গ্রিসসহ বহু দেশে জারি করা হয়েছে সর্বোচ্চ মাত্রার তাপ সতর্কতা। ফ্রান্সসহ ইউরোপের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন তাপমাত্রা বৃদ্ধির কারণে ফ্রান্সজুড়ে বড় আকারে সতর্কতা জারি করা হয়েছে।
মঙ্গলবার প্যারিসসহ ফ্রান্সের ১৬টি অঞ্চলে সর্বোচ্চ 'রেড অ্যালার্ট' জারি করা হয়েছে। এছাড়া আরও ৬৮টি অঞ্চলে রয়েছে কম ঝুঁকির 'অরেঞ্জ অ্যালার্ট'।
সোমবার ফ্রান্সের মূল ভূখণ্ডের ৯৬টির মধ্যে ৮৪টি অঞ্চলে 'অরেঞ্জ অ্যালার্ট' জারি ছিল। দেশটির জলবায়ু বিষয়ক মন্ত্রী এটিকে 'নজিরবিহীন পরিস্থিতি' হিসেবে আখ্যা দিয়েছেন।
স্পেন, পর্তুগাল, ইতালি, জার্মানি, যুক্তরাজ্য এবং ক্রোয়েশিয়াসহ বলকান অঞ্চলের দেশগুলোর কিছু অংশেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এর বাইরে তুরস্কে দাবানল দেখা এদিকে দেশ গুলির শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র ছাত্রী জনগন কে ঘরে থাকার জন্য বলা হচ্ছে।