লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন Tanis little world page
প্রথম সময় বিনোদন:
সত্যে সততার হয় জয় অন্যায় অত্যচারে আমাদের সংগঠন নয়। তারি ধাবাহিকতায় ইউরোপে সবচেয়ে উন্নত দেশ ফ্রন্সের ফ্যারিসে যেন এক টুকরো নোয়াখালী হয়ে গেল সমুদ্র ভ্রমন প্রতিবেশিদের মিলন মেলা অংশ নিল প্রবাসী বাংলাদেশিরা ফ্রান্স প্রবাসি নোয়াখালী দের আয়োজনে উপস্থিত ছিলেন এ সময়ের জনপ্রিয় ফেসবুক পেইজ Tanis little world page তানিস লিটল ওয়াল্ড।ল তানিয়া ও সংগঠনের সম্মানিত সদস্য। Tanis little world page। অনুষ্ঠানে উপস্থিত ছিছেন প্রবাসি মুরাদ মাইজদির ইকবাল সাইফুল সোহাগ সহ অনেকে প্রায় দুশ প্রবাসি নোয়াখালী র ভাই বোন লেদা রা ভ্রমনে উপস্থিত হন। সবার মুখে মুখে Tanis little world page কে বিশ্বে সকল নোয়া খালী সহ সকলের মাঝে তুলে ধরা এ পেজের মুল কাজ হল সবাইকে নিয়ে অনলাইনে হ্যাপি রাখা কসামাজা ক কাজ করা ফলে নোয়াখাল্লিদেরকে বিষ্বে কাছে তুলে ধরা ভাল মানুষের ভাল কাজের জন্য এই পেইজ তানিয়া প্রথম সময় কে বলেন আমরা সবাই এক সাথে এক পরিবারের
মত কাজ করব দেশ ও জাতির জন্য এ পেইজ দিয়ের অনলানের মাঝে প্রবাসে থেকে ও দেশের জন্য নোয়াখালীর জন্য কাজ করা হবে যেমন বন্য দূয়োগের সময় আমাদের টিম এগিয়ে যাবে ভাল কাজ দিয়ে। সবার কাছে দোয়া কামনা করি আর সব সময় আমাদের প্রবাসিদের ভালবাসা থাকবে চিরদিন আপনাদের পাশে।