জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। ডিজেলের দাম লিটারে ৩৪ টাকা, অকটেনের দাম লিটারে ৪৬ টাকা আর পেট্রলের দাম লিটারে ৪৪ টাকা বাড়ানো হয়েছে। এখন এক লিটার ডিজেল ও কেরোসিন কিনতে ১১৪ টাকা লাগবে। এক লিটার অকটেনের জন্য দিতে হবে ১৩৫ টাকা। আর প্রতি লিটার পেট্রলের দাম হবে ১৩০ টাকা। এক লাফে এই মূল্যবৃদ্ধি এবং এর প্রভাব নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন জ্বালানি বিশেষজ্ঞ ম তামিম।
প্রথম আলো: সাধারণ মানুষের প্রশ্ন, বিশ্ববাজারে তেলের দাম কমেছে, তাহলে আমাদের দেশে কেন তা বাড়ল?
ম তামিম: তেলের দাম ওঠানামা করে। এই মুহূর্তে আমরা যে প্রবণতা দেখতে পাচ্ছি এবং সামনে যে প্রাক্কলন আছে, তাতে বলা হচ্ছে, তেলের দাম এ বছরের শেষ নাগাদ ব্যারেলপ্রতি ৮০ ডলারে দাঁড়াবে। অর্থাৎ কমে আসছে। এখন দেশে মূল্যবৃদ্ধির একটি কারণ হতে পারে অতীতে যে লোকসান করেছে, সামনে আর কোনো লোকসানে যেতে চায় না। বরং লোকসান কাটিয়ে তারা কিছুটা লাভে যেতে চাচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসান হয়েছে, কিন্তু অতি উচ্চমূল্য পরিশোধ করে এখন যখন দাম কমে আসছে, তখন এত মূল্যবৃদ্ধির যৌক্তিকতা আমি অন্তত বুঝতে পারি
Sohag জুলাই 7, 2024 0
Sohag আগষ্ট 31, 2024 0
Sohag সেপ্টেম্বর 13, 2024 0
Sohag নভেম্বর 7, 2024 0
Sohag জুলাই 10, 2021 0
Sohag ফেব্রুয়ারী 18, 2024 0