অনেকে চায় কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা আসুক, প্রধানমন্ত্রী এসব পরোয়া করেন না: ওবায়দুল কাদের।
সাবরিনা আক্তার
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো দেশের ভিসা নিষেধাজ্ঞাকে পরোয়া করেন না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নতুন মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। বৃহস্পতিবার মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। একদিন পরে শুক্রবার সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করার পর সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায় নবগঠিত মন্ত্রিপরিষদ। পরে শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা নিবেদন শেষে বৈঠক করে মন্ত্রিসভা। ওবায়দুল কাদের বলেন, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চেয়েছে তারা ব্যর্থ হয়েছে। তবে নির্বাচন বর্জনকারীরা এখনো পিছু হটেনি তারা আবারো ষড়যন্ত্র শুরু করেছে। আওয়ামী লীগ সরকার যেন টিকে থাকতে না পারে এজন্য তারা ষড়যন্ত্র করছে। তারা চায় বাংলাদেশে যেন কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা আসে। আওয়ামী লীগ জনগণের দল। তাই বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো দেশের ভিসা নিষেধাজ্ঞাকে পরোয়া করেন না। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কারও রাজনীতি করতে বাধা নেই। কিন্তু আন্দোলনের নামে মানুষ পোড়ালে দেশের মানুষ ছাড় দেবে না। আওয়ামী লীগ রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে। কিন্তু যারা দেশবিরোধী, দেশের জনগণবিরোধী এবং যারা রাজনীতিতে সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাদের বিরুদ্ধে যা করণীয় সবই করা হবে।