বাংলাদেশে এ নির্বাচনে কে বিরোধি দল?

বাংলাদেশে এ  নির্বাচনে কে বিরোধি দল?
বাংলাদেশে এ  নির্বাচনে কে বিরোধি দল?
প্রথম সময় ডেস্ক;

  আমগী  দিনের   বাংলাদেশে ‘বিরোধী দলের কে হবে’ এবং স্বতন্ত্র প্রার্থীরা সবাই আওয়ামী লীগের কি না তা জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। এছাড়াও নির্বাচন ঘিরে বিভিন্ন সহিংসতার ঘটনা ও ফলাফল মেনে নেওয়ার বিষয়েও জানতে চেয়েছে ইইউ, এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলটির সঙ্গে বৈঠকের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংবাদ সম্মেলনে এ কথা জানান

ভোট পর্যবেক্ষণে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় অবস্থান করছে। এ দলের সদস্যরা এদিন বিকালে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন। বিকাল ৩টা ৩৪ মিনিটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলীয় কার্যালয়ে আসেন। এরপর ইইউ সদস্যরা কার্যালয়ে প্রবেশ করেন।

প্রতিনিধি দলের চার সদস্য কাদেরের সঙ্গে ঘণ্টাখানেক নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তারা চলে যাওয়ার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিকদের ব্রিফ করেন।

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের মনোভাব কেমন ছিল? এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, ‘তারা আওয়ামী লীগের প্রতিনিধি দলের বক্তব্য শুনেছেন। আলোচনায় বাংলাদেশের বাস্তবতায় এ নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতার বিষয়টি এসেছে। এখানে ২৭টির মতো দল অংশগ্রহণ করেছে, ১৮৯৬ জন প্রতিযোগিতা করছে। এসব বিষয়গুলো তারা পজিটিভলি নিয়েছে। তারা একটা বিষয় জানতে চেয়েছে, বিরোধী দলের কী হবে?’।

কাদের বলেন, তারা আসলে বলার চেয়ে আমাদের কথা বেশি শুনতে আগ্রহ ছিল। মন্তব্যের ব্যাপারটা তারা ওইভাবে করতে চাননি। আমরা আমাদের বক্তব্য বলেছি। নির্বাচনে আমাদের প্রস্তুতি, বিএনপি আসলো না কেন? এটা বহু আগের জানা কথা, খুব বেশি আলোচনা নয়, তারাও জানেন।

‘বিরোধী দলের’ প্রসঙ্গে আপনারা কী বলেছেন-এমন প্রশ্নে কাদের বলেন, নির্বাচনের ফলাফলে বলে দেবে বিরোধী দল কে হবে।

তিনি বলেন, আমরা একটা কথা বলেছি যে, নির্বাচনের টার্ন আউট সন্তোষজনক হবে। এ নির্বাচনে মানুষের আগ্রহ আছে। সারা বাংলাদেশের ভোটারদের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা যাচ্ছে, তাতে টার্ন আউট নিয়ে আমাদের উদ্বিগ্নের কোনো কারণ নেই। পাঁচ বছর পর পর নির্বাচন করা একটা সাংবিধানিক বাধ্যবাধকতা।

প্রতিনিধি দলটি সহিংসতার বিষয়েও জানতে চেয়েছে। এছাড়া স্বতন্ত্র শুধু কি আওয়ামী লীগের নেতারা কি না, সেটা জানতে চেয়েছে ইইউ প্রতিনিধি দল। কাদের বলেন, ‘আমরা বলেছি সেটা ঠিক না। বাইরের লোকও স্বতন্ত্র নির্বাচন করছে। অনেকে বিএনপি থেকে এসেও স্বতন্ত্র নির্বাচন করছে। বেশির ভাগ আওয়ামী লীগ তবে সব স্বতন্ত্র আওয়ামী লীগের না’।

এছাড়া দলীয় কর্মীদের পোলিং এজেন্ট প্রশিক্ষণ কার্যক্রমে কাদের বলেন, ‘এবারের নির্বাচনটা আমরা খুব ভালোভাবে করতে চাই। নির্বাচন নিয়ে বদনাম নিতে চাই না। শেখ হাসিনা একটা সুষ্ঠু, অবাধ নির্বাচন সত্যিকার অর্থে চান। তার ইচ্ছেকে সার্থক করতে হবে। সে ব্যাপারে পোলিং এজেন্টদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে