বিপুল ভোটে জয়ী ব্যারিষ্টার সুমন

বিপুল ভোটে জয়ী ব্যারিষ্টার সুমন
বিপুল ভোটে জয়ী ব্যারিষ্টার সুমন

প্রথম সময় ডেস্ক;

বিপুল ভোটে এগিয়ে ব্যারিস্টার সুমন, ধরাশায়ী হচ্ছেন বিমান প্রতিমন্ত্রী


সৈয়দ সায়েদুল হক (সুমন) ও মো. মাহবুব আলী

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ তিনি। ছিলেন যুবলীগের কেন্দ্রীয় নেতা। এখন অবশ্য নেই। সেই সৈয়দ সায়েদুল  হক সুমন (ব্যারিস্টার সুমন) হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে ‘বিপুল ভোটে’ এগিয়ে আছেন। বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে ভোটের হিসাবে পেছনে ফেলে সায়েদুল হক জয়ের পথে রয়েছেন বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।

সৈয়দ সায়েদুল হকের নির্বাচনী অফিস সূত্র জানিয়েছে, তিনি দেড় লাখের বেশি ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।

চুনারুঘাট ও মাধবপুর উপজেলা নিয়ে হবিগঞ্জ-৪ আসন। এই দুই উপজেলা মিলিয়ে মোট ভোটকেন্দ্র ১৭৭টি। এর মধ্যে চুনারুঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নীলিমা রায়হানা প্রথম আলোকে বলেন, উপজেলার ৮৪টি কেন্দ্রের মধ্যে ৫৪টির ফলাফল তাঁদের হাতে পৌঁছেছে। তাতে দেখা যায়, বিপুল ভোট এগিয়ে আছেন সৈয়দ সায়েদুল হক।

মাধবপুরের ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ কে এম ফয়সাল প্রথম আলোকে বলেন, ৯২টি কেন্দ্রের মধ্যে ৪২টির ফলাফল তাঁর হাতে আছে। এসব কেন্দ্রেও বিপুল ভোটে এগিয়ে আছেন সায়েদুল হক।

দুই সহকারী রিটার্নিং কর্মকর্তাই জানান, তাঁরা পুরো ফলাফল জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে দেবেন।

সৈয়দ সায়েদুল হক সুমনের নির্বাচনী অফিস সূত্র জানিয়েছে, ১৭৬টি ভোটকেন্দ্রের ফলাফল তাঁদের হাতে আছে। সে অনুযায়ী সৈয়দ সায়েদুল পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ভোট। আর প্রতিমন্ত্রী মাহবুব আলী পেয়েছেন ৪৭ হাজার ভোট।

হবিগঞ্জ-৪ আসনে মাহবুব আলী ও সায়েদুল হক ছাড়াও অপর ছয় প্রার্থী হলেন আবু ছালেহ (ইসলামী ঐক্য জোট), আহাদ উদ্দিন চৌধুরী (জাতীয় পার্টি), মোহাম্মদ আবদুল মমিন (বাংলাদেশ কংগ্রেস), মো. মোখলেছুর রহমান (বিএনএম), মো. রাশেদুল ইসলাম খোকন (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট), সৈয়দ মো. আল আমিন (বাংলাদেশ কংগ্রেস