নাটক রসগোল্লা | দেখবেন এনটিভিতে | অভিনয় করেছেন টিটু বাঙ্গালী।
সাবরিনা আক্তার
নাটক রসগোল্লা প্রচারিত হবে ৫ই জানুয়ারি শুক্রবার রাত ৯:৩০ মিনিট দেখবেন এনটিভিতে . নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় অভিনেতা টিটু বাঙ্গালী। নাটকটি পরিচালনায় এহসান এলাহী বাপ্পি , এছাড়াও বৈশাখী টেলিভিশনে প্রচারিত হচ্ছে হাবুর স্কলারশিপ ধারাবাহিক নাটকে নিয়মিতভাবে অভিনয় করছেন একজন অস্ট্রেলিয়ান স্টুডেন্টের ভূমিকায় তাকে দেখা যাচ্ছে এবং এই নাটকে তিনি বহুল পরিচিতি লাভ করেছেন।
বছরে পাঁচ থেকে ছয়টি নাটকে অভিনয় করেন এর মধ্যে রমজানের ঈদ কোরবানির ঈদ তার নাটক বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়। নাটকের খুব একটা সময় না দিতে পারলেও নিজের কর্মস্থানে দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন ,বর্তমানে তিনি এনটিভিতে কর্মরত আছেন , ধন্যবাদ জানাচ্ছেন এনটিভি' র মার্কেটিং ডিপার্টমেন্টের সকলকে তাদের সহযোগিতা ও অনুপ্রেরণা জন্য।