আচরণবিধি মানতে হবে, ফাউল করলে খবর আছে: ওবায়দুল কাদ  

আচরণবিধি মানতে হবে, ফাউল করলে খবর আছে: ওবায়দুল কাদ   
আচরণবিধি মানতে হবে, ফাউল করলে খবর আছে: ওবায়দুল কাদ   

আচরণবিধি মানতে হবে, ফাউল করলে খবর আছে: ওবায়দুল কাদের 

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ আসনে (নোয়াখালী-৫) নির্বাচনী প্রচার শুরু করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভোটের মাঠে নেমে দলীয় প্রার্থীদের উদ্দেশে তিনি বলেছেন, নির্বাচনের আচরণবিধি মেনে চলতে হবে। ফাউল করলে খবর আছে। আমরা কারও জন্য তদবির করব না।

আজ শুক্রবার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। এর আগে বসুরহাট পৌরসভার বড় রাজাপুর গ্রামে বাবা-মায়ের কবর জিয়ারত করেন ওবায়দুল কাদের।

পথসভায় বক্তব্যে তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি ফাইনাল খেলা। ১৮৯৬ জন খেলোয়াড় (প্রার্থী) নিয়ে এই খেলা হবে। বাংলাদেশকে বাঁচাতে হলে নির্বাচনকে বাঁচাতে হবে, মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। 

দলীয় নেতাকর্মীর উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, প্রতিপক্ষ প্রার্থী যতই ছোট-বড় হোক, তাদের সঙ্গে ভালো আচরণ করবেন। হুমকি-ধমকি দেবেন না। দলে দলে গিয়ে আপনাদের মূল্যবান ভোট প্রদান করবেন–এটা আমার অনুরোধ।

বিএনপিতে নেতৃত্ব দেওয়ার মতো একজনও ভালো নেতা নেই– এমন প্রশ্ন তুলে তিনি বলেন, তাদের নেত্রী খালেদা জিয়া দণ্ডিত, তারেক রহমান টেমস নদীর পাড়ে বসে লম্বা লম্বা কথা বলছে। ট্যাক্স ফাঁকির দায়ে তার সাজা হয়ে গেছে। তিনি দণ্ডিত ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তি। সেখান থেকে বসে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন। জনগণ তাদের এ আন্দোলনে সাড়া দেবে না। তাদের অসহযোগ আন্দোলনের কথা শুনে ঘোড়ারও হাসি পায়। 

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, বাংলাদেশে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। নেত্রী গোপালগঞ্জে গেছেন, সিলেট সফর করেছেন। সিলেটে জনসভা করেছেন। সেখানে সরকারি কর্মকর্তাদের প্রটোকল নেননি। তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেননি। আচরণবিধি মেনে নির্বাচনী সফর সম্পন্ন করেছেন। এ সময় নেতাকর্মীর উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আপনারাও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করবেন না। 

পথসভায় সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. ইব্রাহীম প্রমুখ।