সাবেক তথ্যমন্ত্রী ইনু গ্রেপ্তার
প্রথম সময় ডেস্ক:
সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গ্রেপ্তার
রাজধানীর উত্তরা থেকে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করা হয়েছে। নিউমার্কেট থানায় করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন।
এর আগে, মি. ইনুর গ্রেপ্তার প্রসঙ্গের উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বিবিসি বাংলাকে বলেন, উত্তরার ১৪ নম্বর সেক্টর থেকে আটকের কথা শুনেছি। কিন্তু আমার থানা পুলিশ তাকে আটক করেনি। আমাদের বিভিন্ন সংস্থা কাজ করছে, অন্য কেউ আটক করতে পারে। তবে আমার থানায় আনা হয়নি।
জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট ১৪ দলের অন্যতম নেতা ছিলেন। তিনি তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। শেখ হাসিনার সরকার পতনের পর থেকে তার মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্যসহ বিভিন্ন ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে।
-
অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আলটিমেটাম রিকশাচালকদের
অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করেছেন পায়ে চালিত রিকশাচালকরা। সোমবার রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
এ সময় তারা ‘অবৈধ অটোরিকশা চলতে দেওয়া হবে না’, ‘চলবে না চলবে না, অটোরিকশা চলবে না’, ‘বাংলাদেশে বৈষম্য. মানি না মানবো না’ ইত্যাদি স্লোগান দেন।
এছাড়া মানিক মিয়া অ্যাভিনিউ, কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পায়ে চালিত রিকশাচালকরা।
দুপুর সোয়া ১২টার দিকে শাহবাগ মোড় ছেড়ে দেওয়ার সময় বিক্ষোভরত রিকশাচালকরা জানান, এখন প্র্রধান সড়কগুলোতেও অটোরিকশা চলছে। এ কারণে তারা উপার্জন করতে হিমশিম খাচ্ছেন। আগের নিয়ম চালুর জন্য সরকারের কাছে দাবি জানান তারা
বন্যার পানি কমতে শুরু করলেও এখনো অনেক মানুষ পানিবন্দি অবস্থায় ও ত্রাণের সংকটে রয়েছে। সচিবালয়ে সহিংসতার ঘটনায় আনসার সদস্যদের বিরুদ্ধে চার মামলা হয়েছে, আসামি অজ্ঞাতনামা কয়েক হাজার। সার্বক্ষণিক সব খবর পেতে বিবিসি বাংলার লাইভ পাতায় যুক্ত থাকুন:
সার সংক্ষেপ
- বন্যার পানি নামতে শুরু করলেও এখনো অনেক মানুষ পানিবন্দি রয়েছে।
- বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৩ জন, নিখোঁজ দুই জন।
- সংঘর্ষের ঘটনায় আনসার সদস্যদের বিরুদ্ধে চার মামলা, আসামি কয়েক হাজার।
- পাকিস্তানে রাস্তায় গাড়ি থামিয়ে বেছে বেছে গুলি, নিহত ২২।
- জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন মঙ্গলবার বাতিল হতে পারে, দাবি আইনজীবীর।
সরাসরি কভারেজ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হচ্ছেন অধ্যাপক নিয়াজ আহমেদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাচ্ছেন বিশ্ববিদ্যালয়টির উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ খান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। ইতোমধ্যে এ বিষয়ে আচার্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সম্মতি দিয়েছেন বলেও বাংলাদেশের স্থানীয় গণমাধ্যমের খবরে প্রকাশ পেয়েছে।
অধ্যাপক নিয়াজ আহমেদ খান বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) সহ–উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গত ১০ অগাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল পদত্যাগ করেন। গত বছরের ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পাওয়ার পর ৪ নভেম্বর দায়িত্ব গ্রহণ করেছিলেন মাকসুদ কামাল।
-
আনসারের ছদ্মবেশে হামলা করা হয় শিক্ষার্থীদের উপর: আইন উপদেষ্টা
চাকরি জাতীয়করণের দাবিতে আনসার বাহিনীর সদস্যদের আন্দোলন বিষয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, যারা এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে দাবি আদায়ের ছদ্মাবরণে বা বিভিন্ন অজুহাতে নস্যাৎ করতে চাইবে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে।
সোমবার দুপুরে আনসার সদস্যদের হামলায় আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং জ্বালানি উপদেষ্টা।
সেখানে তারা তাদের চিকিৎসার খোঁজ খবর নেন।
পরে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, “কোনো ষড়যন্ত্র সফল হবে না। এবং যারা ষড়যন্ত্র করবে, যারা এই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে দাবি আদায়ের ছদ্মাবরণে বা বিভিন্ন অজুহাতে নস্যাৎ করতে চাবে তাদের বিরুদ্ধে আমরাতো প্রচলিত আইনে ব্যবস্থা নেব। এছাড়া ছাত্র সমাজ জাগ্রত আছে।”
তিনি আরো বলেন, আনসারের ছদ্মবেশে রোববার হামলা করা হয় শিক্ষার্থীদের উপর।
রোববার রাতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন।
সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহও আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, হাসনাত আব্দুল্লাহ এখন বিপদমুক্ত। মাথায় আঘাত থাকার কারণে অজ্ঞান হয়ে গেছেন তিনি। এখন মোটামুটি ভালো আছেন, কেবিনে শিফট করা হয়েছে তাকে।
তবে পাঁচজনের মধ্যে দুইজনের অস্ত্রোপচার লাগবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
-
সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গ্রেপ্তার
রাজধানীর উত্তরা থেকে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করা হয়েছে। নিউমার্কেট থানায় করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন।
এর আগে, মি. ইনুর গ্রেপ্তার প্রসঙ্গের উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বিবিসি বাংলাকে বলেন, উত্তরার ১৪ নম্বর সেক্টর থেকে আটকের কথা শুনেছি। কিন্তু আমার থানা পুলিশ তাকে আটক করেনি। আমাদের বিভিন্ন সংস্থা কাজ করছে, অন্য কেউ আটক করতে পারে। তবে আমার থানায় আনা হয়নি।
জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট ১৪ দলের অন্যতম নেতা ছিলেন। তিনি তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। শেখ হাসিনার সরকার পতনের পর থেকে তার মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্যসহ বিভিন্ন ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে।
-