নোয়াখালী-২: নির্বাচনি সভায় আ.লীগের প্রার্থীকে জুতাপেটার চেষ্টা, ভিডিও ভাইরাল।
সাবরিনা আক্তার
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোরশেদ আলমের একটি নির্বাচনি সভা চলাকালে স্টেজের কাছে এসে প্রার্থীকে জুতাপেটার চেষ্টা করেন এক যুবক। পরে উপস্থিত নেতাকর্মীরা তাকে আটক করে ব্যপক মারধর করে। পরে খবর পেয়ে পুলিশ আলা উদ্দিন নামের ওই যুবককে উদ্ধার করেছে। সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। এরআগে বিকাল সাড়ে ৫টার দিকে সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের দমদমা বাজারে এ ঘটনা ঘটে। আটককৃত আলা উদ্দিন কেশারপাড় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মো. মোস্তফার ছেলে। এদিকে জুতাপেটারা চেষ্টার ১৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পেড়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে সোমবার বিকালে সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নে দমাদম বাজারে নির্বাচনি সভার আয়োজন করে। সভাকে কেন্দ্র করে দুপুরের পর থেকে আশপাশের এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সভারস্থলে আসতে থাকে। সন্ধ্যার আগে মঞ্চে আসেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোরশেদ আলম। কেশারপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় এবং আওয়ামী লীগ নেতা জীবন চৌধুরীর পরিচালনায় মঞ্চে উপস্থিত নেতারা পর্যায়ক্রমে বক্তব্য দিচ্ছেলেন। সাড়ে ৫টার দিকে জীবন চৌধুরী বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে উপস্থিত গোলাম মোস্তফার নাম ঘোষণা করে তার দিকে মাইক্রোফোন এগিয়ে দিতে গেলে মঞ্চের সামনে থাকা আলা উদ্দিন ডান হাতে একটি জুতা নিয়ে স্টেজের ওপরে থাকা মোরশেদ আলমকে লক্ষ্য করে আঘাত করেন। এসময় জুতার আঘাত মোরশেদ আলম হাত দিয়ে প্রতিহত করলে গায়ে লাগেনি, তবে জীবন চৌধুরীর হাতে লেগেছিল। এ সময় উত্তেজিত নেতাকর্মীরা ওই যুবককে আটক করে সভার স্থলের এক পাশে নিয়ে এলোপাতাড়ি মারধর করে। সেনবাগ থানার পুলিশ-পরিদর্শক (তদন্ত) আবু জাফর বলেন, অভিযুক্ত যুবক আলা উদ্দিনকে আটক করে থানায় আনা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে আটককৃত আলা উদ্দিন কার সমর্থক তাৎক্ষণিকভাবে জানা যায়নি।