মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যে তিনি সৌদি আরব সফরের সময় যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠকে সাংবাদিক জামাল খাসোগজি হত্যাকাণ্ডের বিষয়টি উত্থাপন করেছেন।
সৌদি-মার্কিন সম্পর্ক পুনর্গঠনের জন্য শুক্রবার জেদ্দায় যান মি. বাইডেন - যিনি এর আগে মানবাধিকার রেকর্ডের কারণে সৌদি আরবকে আন্তর্জাতিকভাবে একঘরে করার অঙ্গীকার করেছিলেন।
জেদ্দায় আল-সালাম প্রাসাদে যুবরাজ মোহাম্মদের সাথে বৈঠকের পর মি. বাইডেন বলেন, তিনি স্পষ্ট করে দিয়েছেন যে ২০১৮ সালের ওই হত্যাকাণ্ডটি "আমার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ"। তবে তিনি একথাও বলেন যে দুই দেশ "অন্যান্য বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে।"
তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতরে ২০১৮ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্র-ভিত্তিক সৌদি ভিন্নমতাবলম্বী সাংবাদিক খাসোগজিকে হত্যার পর মি. বাইডেনের এই সফরটি 'সৌদি সরকারকে বৈধতা দান' হিসাবে সমালোচিত হয়েছে।