জাতীয় প্রেস ক্লাবে রোববার এক আলোচনা সভায় দেশের সার্বিক অবস্থা তুলে ধরে বর্তমান সরকারকে দায়ী করে বক্তব্য দেন তিনি।
জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘সমাজ উন্নয়নে মৃত্যুঞ্জয়ী জিয়া’ শীর্ষক এই আলোচনা সভা আয়োজন করে জিয়া পরিষদ।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করছে। তারা দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে। মেগা প্রজেক্টে গণলুট চলছে। ১০ হাজার কোটি টাকার প্রজেক্ট হয়ে যাচ্ছে ৫০ হাজার কোটি টাকা। এভাবে মেগা প্রজেক্টকে তারা টাকা বানানোর প্রজেক্ট হিসেবে তৈরি করে নিয়েছে।’
ফখরুল বলেন, “খবরের কাগজ খুললেই দেখবেন ভয়াবহ সব খুন, ভয়াবহ সব হত্যার ঘটনা। আজকের পত্রিকায় যে ঘটনাটি এসেছে যে, মেয়ে বাবা-মা-বোনকে হত্যা করছে। এগুলো হচ্ছে একটা আর্থসামাজিক অবস্থার প্রতিচ্ছবি।
“এটার কারণ হচ্ছে আজকে দেশের মধ্যে গণতন্ত্র নেই্। জবাবদিহিতা নেই।
স্বাস্থ্য খাতে দুর্নীতির চিত্র তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, “এ্রখন পর্যন্ত টিকার কোনো নিশ্চয়তা নেই। যারা স্বাস্থ্য খাতের সঙ্গে জড়িত, টিকার সঙ্গে জড়িত, এরা সবাই দুর্নীতিতে জড়িত হয়ে গেছে। এত বড় দুর্নীতি করছে যে, মানুষে জীবনকে তারা মূল্যহীন করে ফেলেছে।’
তিনি বলেন, ‘আনপ্রোডাক্টিভ খাতে টাকা দেওয়া হচ্ছে। এমন এমন কাজ করা হচ্ছে, যে কাজগুলোর কোনো দরকারই নেই। দেখবেন যে স্কুলে-মাদরাসায় টাকা দিয়েছে বড় বড় গেইট তৈরি করতে। এই মুহূর্তে তো গেইট তৈরি করার চেয়ে ক্লাস রুম তৈরি করা বেশি দরকার। সেটা তারা করছে না।’
তিনি বলেন “ভয়াবহ অন্ধকার চতুর্দিকে। এর মধ্যে জিয়াউর রহমান খুব প্রাসঙ্গিক। তার আদর্শ যদি আমরা চর্চা করি, তাকে যদি আমরা সামনে নিয়ে আসি, তাহলে আমরা আলো দেখতে পাব।”
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জিয়া পরিষদের আয়োজনে ‘সমাজ উন্নয়নে মৃত্যুঞ্জয়ী জিয়া’ শীর্ষক এই আলোচনা সভা হয়।
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, “আসুন আমরা শুভ দিনের প্রতীক্ষা করব না শুধু, শুভ দিনকে এগিয়ে আনার জন্য আমরা একসাথে কাজ করব।একদলীয় শাসনের কবরের ওপর বহুদলীয় গণতন্ত্রের বাগান রচনা করেছিলেন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্বৈরশাসনের গোরস্তানের ওপর সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আরেকবার আজকে গণতন্ত্রহীন বাংলাদেশে গণতন্ত্র উপহার দেবে সেই বিএনপি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে।’
জিয়া পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব অধ্যাপক আবুল কালাম আজাদের পরিচালনায় আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুল হাই শিকদার, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, অধ্যাপক মাহবুবউল্লাহ, অধ্যাপক সাইফুল ইসলাম, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মধ্যে গোলাম হাফিজ কেনেডী, জামাল উদ্দিন রুনু, লুৎফুর রহমান, তোজাম্মেল হোসেন, হাসনাত আলী, মাসুদুল হাসান খান, কামরুল হাসান, আব্দুল কুদ্দুস, মওদুদ হোসেন আলমগীর পাভেল, জিয়া পরিষদের মহাসচিব এমতাজ হোসেন ও ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম বক্তব্য রাখেন