পাকিস্তানে ইমরান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কা
পাকিস্তানে ইমরান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কা
পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে বাংলাদেশ সময় রাত ১০টা পর্যন্ত মোট ২৫১টি আসনের অনানুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সমর্থিত স্বতন্ত্ররা সবচেয়ে বেশি আসন পেয়েছেন। খবর জিও টিভির।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ১০৭টি আসন। যার বেশিভাগই ইমরান খান সমর্থিত পিটিআইয়ের। নওয়াজ শরিফের পিএমএল—এন পেয়েছে ৬৭টি। আরেক প্রতিদ্বন্দ্বী পিপিপি পেয়েছে ৫১টি আসন। এমকিউএম ৯টি, জেইউআই ৩টি, আইপিপি ২টি, বিএনপি ১টি আসনে জয় পেয়েছে। এছাড়া স্বতন্ত্র হিসেবে জয় পেয়েছে আরও ১১ জন।
আইনি বাধার কারণে ইমরান খানের দল পিটিআইয়ের প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে অংশ নিয়েছেন। দেশটির নির্বাচন কমিশন তাদের দলীয় প্রতীক ক্রিকেট ব্যাট নিষিদ্ধ করায় দলীয় প্রার্থীরা ভিন্ন ভিন্ন প্রতীকে ভোটে লড়েছেন।
কোনো দল এককভাবে সরকার গঠন করতে চাইলে এবার ১৩৪টি আসনে জিততে হবে। তবে বিশ্লেষকেরা বলছেন, পাকিস্তানে এবার কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না—ও পেতে পারে।
প্রধান তিনটি দলের মধ্যে এখন পর্যন্ত লড়াই প্রায় সমান হওয়ায় বেশ নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। শেষ পর্যন্ত কে সরকার গঠন করতে পারবেন তা নিয়ে এখনো ধোয়াশা কাটছে না।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আরও ১৪টি আসনের ফল ঘোষণা বাকি আছে এখনো। একটি আসনে একজন প্রার্থী গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ায় নির্বাচন স্থগিত করা হয়েছে