কাজে ফিরলেন জনপ্রিয় সাংবাদিক রোজিনা
৫০ দিন পর আজ বুধবার বিকেলে নিজ কর্মস্থলে ফিরলেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম। কর্মস্থলের জ্যেষ্ঠ সহকর্মীরা তাঁর খোঁজখবর নেন। সহকর্মীদের প্রত্যাশা, সামনের দিনগুলোতে রোজিনা ইসলাম আরও ভালো অনুসন্ধানী প্রতিবেদন করবেন।
গত ১৭ মে পেশাগত দায়িত্ব পালনে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম। সেখানে প্রায় ছয় ঘণ্টা শারীরিক ও মানসিক নির্যাতনের পর তাঁকে শাহবাগ থানায় পাঠানো হয়। সে রাতেই মামলা দেখিয়ে পরদিন তাঁকে কারাগারে পাঠানো হয়।
রোজিনা ইসলামকে আটক, নির্যাতন, মামলা ও কারাগারে প্রেরণের ঘটনায় দেশের সাংবাদিক সমাজ সরব হয়। তাঁর মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও তাঁর ওপর নির্যাতনকারীদের বিচারের দাবিতে দেশজুড়ে সাংবাদিকেরা প্রতিবাদ ও আন্দোলন করেছেন। গত ২০ মে রোজিনা ইসলামের জামিন হয়। ২৩ মে বিকেলে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এরপর তিনি হাসপাতালে চিকিৎসা নেন