ঐতিহাসিক জয়ের মাধ্যমে আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ঐতিহাসিক জয়ের মাধ্যমে আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের ৬০তম প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জয়ের জন্য ২৭০টি ইলেক্টোরাল ভোটের দরকার হলেও তার অন্তত ২৭৯টি ভোট নিশ্চিত হয়েছে। প্রতিদ্বন্দ্বী কমালা হ্যারিসের পক্ষে ২২৩টি ভোট। সেনেটের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে যাওয়ার পূর্বাভাস।
সরাসরি কভারেজ
-
মার্কিন নির্বাচন ২০২৪ ঘিরে যা যা ঘটেছে
- মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও বিজয়ী হয়েছেন রিপাবলিকানপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ খবরে তিনি ২৭৯টি ইলেকটোরাল কলেজ ভোটে জয় নিশ্চিত করেছেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটপ্রার্থী কমালা হ্যারিস পেয়েছেন ২২৩টি ইলেকটোরাল কলেজ ভোট। তবে এখনো কিছু আসনে ফলাফল ঘোষণা বাকি আছে।
- মার্কিন আইনসভার উচ্চকক্ষ ও নিম্নকক্ষ, পূর্বাভাস বলছে উভয় ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে রিপাবলিকান পার্টি।
- ডোনাল্ড ট্রাম্প নিজেকে বিজয়ী প্রেসিডেন্ট ঘোষণা করে মার্কিন নাগরিকদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, “আমেরিকা আমাদের একটি অভূতপূর্ব এবং শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে”। বিজয়ের পর ভাষণকালে ইলন মাস্ককে তিনি “স্টার” বলে অভিহিত করেছেন।
- প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমালা হ্যারিস বা তার দল ডেমোক্র্যাটিক পার্টির পক্ষ থেকে অবশ্য এখনও মি. ট্রাম্পকে অভিনন্দন জানানো হয়নি। তবে বাংলাদেশ সময় মধ্যরাতে হাওয়ার্ড ইউনিভার্সিটিতে দলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে যে ভাষণ দিতে যাচ্ছে, সেখানে তিনি পরাজয় স্বীকার করে নির্বাচিত নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
- মি. ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, ভারত, দক্ষিণ কোরিয়াসহ অনেক দেশের সরকার প্রধান। তবে চীন ও রাশিয়া আনুষ্ঠানিকভাবে কোনো বার্তা পাঠায়নি বলে জানা যাচ্ছে।
- ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আওয়ামী লীগ ও বিএনপির পক্ষ থেকেও তাকে অভিনন্দন জানানো হয়েছে।
- প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের ২০শে জানুয়ারি একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করবেন।