শিক্ষার্থীদের সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময় আজ

শিক্ষার্থীদের সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময় আজ
শিক্ষার্থীদের সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময় আজ
অনলাইন ডেস্ক

শিক্ষার্থীদের সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময় আজ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন। আজ রবিবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে এবং এটি শাপলা হলে বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত চলবে।

এর আগে, ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে সরকারপ্রধানের পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। 

এরপর, ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন।

তারপর থেকেই তিনি বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি, পত্রিকার সম্পাদক, এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন। 

এসব সভায় রাষ্ট্র সংস্কারের বিভিন্ন প্রস্তাব উঠে এসেছে।