সেনাদের ইউক্রেনে আক্রমণের তীব্রতা বাড়ানোর নির্দেশ দিয়েছে মস্কো
সেনাদের ইউক্রেনে আক্রমণের তীব্রতা বাড়ানোর নির্দেশ দিয়েছে মস্কো
ইউক্রেনে আক্রমণের তীব্রতা বাড়ানোর নির্দেশ দিয়েছে রাশিয়া। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রবলয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে জানানো হয়, বেলারুশে সমঝোতা আলোচনায় ইউক্রেন রাজি না হওয়ায় ফের আক্রমণ শুরু করেছে রুশ সেনারা
রুশ সেনাবাহিনীর মুখপাত্র ইগর কোনাশেনকভ বিবৃতিতে বলেছেন, ইউক্রেনীয় পক্ষ আলোচনা প্রক্রিয়া প্রত্যাখ্যান করার পর আজ সমস্ত সামরিক ইউনিটকে অভিযানের পরিকল্পনা অনুসারে সব দিক থেকে আক্রমণের তীব্রতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বিবৃতিতে দাবি করা হয়, শুক্রবার ইউক্রেনে হামলা বন্ধ রেখেছিল রুশ সেনারা। শনিবার ফের আক্রমণ শুরু করেছে তারা।
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদোমির জেলেনস্কি দাবি করেছেন, তার সরকার রুশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত, তবে রাশিয়ার দেওয়া আলটিমেটাম মেনে আলোচনায় বসবে না ইউক্রেন।
গত বৃহস্পতিবার শুরু হওয়া যুদ্ধের তৃতীয় দিন কিয়েভে মিসাইল বর্ষণ করছে রাশিয়া। রাজধানী জুড়ে অসংখ্য মিসাইলের আঘাতের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। বেশ কয়েকটি বহুতল ভবনে আঘাত হেনেছে এসব রুশ মিসাইল। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে তার প্রকৃত চিত্র পাওয়া যাচ্ছে না।