ভারী বৃষ্টি আর উজান থেকে নামা ঢলে দেশের অন্তত দশ জেলা বন্যাকবলিত হয়েছে
ভারী বৃষ্টি আর উজান থেকে নামা ঢলে দেশের অন্তত দশ জেলা বন্যাকবলিত হয়েছে। এদিকে, ত্রিপুরার গোমতী নদীর পানি ছাড়ার কারণে বাংলাদেশে বন্যা হচ্ছে এমন খবর নাকচ করে দিচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনা তদন্তে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল ঢাকায় এসেছে। দিনের ঘটনাপ্রবাহ জানতে বিবিসি বাংলার লাইভ পাতায় যুক্ত থাকুন...
সার সংক্ষেপ
- নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চট্টগ্রামসহ অন্তত ১০টি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি।
- ত্রিপুরায় গোমতী নদীর ওপর দেয়া বাঁধের পানি ছাড়ায় বাংলাদেশে বন্যা হচ্ছে, এমন খবর নাকচ করে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
- বাঁধ খুলে দিয়ে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম।
- সালমান এফ রহমান, আহমেদ আকবর সোবহানসহ শীর্ষ পাঁচ ব্যবসায়ীর কর ফাঁকির অনুসন্ধানে এনবিআর।
- কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনা নিয়ে ঢাকায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল।
সরাসরি কভারেজ
-
আগামী ২৪ ঘণ্টা বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকবে, এরপর উন্নতি হতে পারে,এখন পর্যন্ত দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে
আগামী ২৪ ঘণ্টায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল এবং এ সংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। এ অঞ্চলের ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার মুহুরী, ফেনী, গোমতী, হালদা ইত্যাদি নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি প্রাথমিকভাবে স্থিতিশীল থেকে পরে উন্নতি হবে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এছাড়াও আগামী ২৪ ঘণ্টায় মৌলভীবাজার ও হবিগঞ্জের বন্যা পরিস্থিতিও স্থিতিশীল থাকবে বলে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চল ও এ সংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। এ সময় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই নদী সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি প্রাথমিকভাবে স্থিতিশীল থেকে পরে উন্নতি হতে পারে।
একইসাথে উত্তর-পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে।
জীবন বাচাতে এগিয়ে এলেন। কোম্পানীগঞ্জ তরুন সমাজ।
এখন পর্যন্ত বন্যা দশটি জেলা আক্রান্ত হয়েছে। এগুলো হলো ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া, সিলেট এবং লক্ষ্মীপুর।
এসব জেলায় পানিবন্দি হয়ে পড়েছে পাঁচ লাখ ৮৬ হাজারের বেশি পরিবার। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৬ লাখ ৪৫ হাজারের বেশি মানুষ।
ফেনীতে একজন এবং ব্রাক্ষণবাড়িয়াতে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
পানিবন্দি লোকের জন্য মোট দুই হাজার ২৪৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ মন্ত্রণালয়।
দশ জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসার জন্য মোট ৪৯২টি মেডিকেল টিম চালু রয়েছে বলেও জানানো হয়েছে।
-
তারেক রহমানের বক্তব্য বাংলাদেশের গণমাধ্যমে প্রচার করা যাবে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য বা বিবৃতি সব ধরনের গণমাধ্যমে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা সংক্রান্ত আগের সব আদেশ ও নির্দেশনা প্রত্যাহার করেছে হাইকোর্ট।
হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রিট আবেদনকারীর আবেদনের প্রেক্ষিতে রুল খারিজ করে এ আদেশ দেয়।
তারেক রহমানের আইনজীবী কায়সার কামাল জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সব ধরনের গণমাধ্যমে এখন থেকে তারেক রহমানের বক্তব্য, বিবৃতি সবকিছু প্রকাশ বা প্রচার করা যাবে।
ন্যায়বিচার পেয়েছেন জানিয়ে তিনি বলেন, মানবাধিকার সমুন্নত হয়েছে। এ আদেশের ফলে তার বক্তব্য প্রচার বা প্রকাশে কোনো আইনগত বাধা থাকলো না।
তারেক রহমানের বক্তব্য প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা চেয়ে ২০১৫ সালের ৬ই জানুয়ারি আইনজীবী নাসরিন সিদ্দিকী ওই রিট করেন। সে সময় রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ আদেশ দিয়েছিল হাইকোর্ট
বৃহস্পতিবার আদালতে রিটটি না চালানোর কথা জানিয়ে তা কার্যতালিকা থেকে বাদ দেয়ার আরজি জানান আইনজীবী নাসরিন সিদ্দিকী। পরে ওই আদেশ দেয় হাইকোর্ট।
-
রাশেদ খান মেনন গ্রেপ্তার
সাবেক মন্ত্রী এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ থেকে জানানো হয়েছে, বিকেলে গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের নেতা মি. মেনন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ছাত্র-জনতা হত্যার এবং ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করা অভিযোগে রাশেদ খান মেননকে আসামি করা হয়েছে।
গত ৫ই অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক বেশ কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রীকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করেছে।
-
সাংবাদিক দম্পতি শাকিল-রূপাকে হত্যা মামলায় রিমান্ড
রাজধানীর উত্তরায় ফজলুল করিম হত্যা মামলায় একাত্তর টেলিভিশনের সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ আদেশ দেয়।
পুলিশের করা দশ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেয় আদালত।
বুধবার এই দু’জনকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়।
পরে ডিএমপি জানিয়েছে, উত্তরা পূর্ব থানার এক হত্যা মামলায় তাদের বিমান বন্দর থেকে আটক করা হয়েছে। পরে বৃহস্পতিবার দুপুরে তাদের ঢাকার বিচারিক আদালতে হাজির করে রিমান্ড চায় পুলিশ।
-
বন্যা কবলিত ভারতের ত্রিপুরার কিছু ছবি
বাংলাদেশের কিছু জেলার মতো ভারতের ত্রিপুরাও এখন বন্যা কবলিত।
সেখানকার কিছু ছবি এখানে সংযুক্ত করা হলো...
-
বাঁধ খুলে দিয়ে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম
বাঁধ খুলে দেওয়ার মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টাদের এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “উজানের পানি ধেয়ে এসে এই বন্যা পরিস্থিতি তৈরি করছে এবং কোনোপ্রকার আগাম সতর্কতা ও প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই বাঁধ খুলে দেওয়া হয়েছে।”
না জানিয়ে হঠাৎ করে বাঁধ খুলে দেওয়ার মাধ্যমে “ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে” বলে মন্তব্য করেন তিনি।
“বাংলাদেশের জনগণবিরোধী এই ধরনের নীতি” থেকে ভারতকে সরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “মানুষ– শিক্ষার্থী ও জনগণ ভারতের এই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ। বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে পানির ন্যায্য হিস্যার জন্য আন্দোলন করছে, কথা বলে আসছে।”
বাংলাদেশ ও ভারতের জনগণকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে কীভাবে রক্ষা করা যায়, তা নিয়ে আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধানের পথ বের করার কথাও বলেন তিনি।
“আমরা আশা করবো, ভারত-বাংলাদেশের সম্পর্কের ভেতরে কোনও টানাপোড়েন যেন না রাখা হয়। ন্যায্যতার ভিত্তিতেই যেন ভারত-বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পর্ক প্রতিস্থাপন করা হয়।”
-
সালমান এফ রহমান, আহমেদ আকবর সোবহানসহ শীর্ষ পাঁচ ব্যবসায়ীর কর ফাঁকির অনুসন্ধানে এনবিআর
বিভিন্ন পন্থায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনকারী সন্দেহভাজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কর ফাঁকির বিষয়টি খতিয়ে দেখতে বিশেষ অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এরই ধারাবাহিকতায় বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম এবং এদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের আয়কর ফাঁকির তথ্য অনুসন্ধানে নেমেছে সংস্থাটি।
সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, সঞ্চয় অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে এনবিআর।
জানা গেছে, বিভিন্ন পন্থায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনকারী সন্দেহভাজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কর ফাঁকির বিশেষ অনুসন্ধান শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)।
-
'অন্তর্বর্তী সরকারকে সহায়তার বিষয়ে প্রাথমিক ও প্রাক্-অনুসন্ধান আলোচনা করেছি',জাতিসংঘের প্রতিনিধিদলের প্রধান
কোটা সংস্কার ও পরে সরকার পতনের আন্দোলনকে ঘিরে সংঘর্ষে চরম মানবাধিকার লঙ্ঘনে তথ্যানুসন্ধানের প্রক্রিয়ায় জাতিসংঘ যুক্ত হচ্ছে। তথ্যানুসন্ধান মিশন কীভাবে কাজ করবে, তা নিয়ে আলোচনা করতে আজ বুধবার ঢাকায় এসেছে জাতিসংঘের তিন সদস্যের প্রতিনিধিদল।
আজ সকালে প্রতিনিধিদলটি পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে তার দপ্তরে দেখা করেছে। আলোচনার পর প্রতিনিধিদলের নেতা রোরি মুঙ্গোভেন জানান, তারা কীভাবে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করতে পারে, সেটির বিষয়ে প্রাথমিক ও প্রাক্-অনুসন্ধান আলোচনা হয়েছে।
"আমাদের দলটি প্রাক্-অনুসন্ধানী একটি ছোট দল। সরকার ও বাংলাদেশের জনগণকে এই ঐতিহাসিক সময়ে কীভাবে সহায়তা করতে পারি, সেটি নিয়ে প্রাথমিক আলোচনা করতে এসেছি," যোগ করেন মি. মুঙ্গোভেন।তিনি জানান, "এ সপ্তাহে আমাদের যে দলটি বাংলাদেশ সফর করছে, সেটি তদন্ত দল নয়; এটা প্রাক্–তথ্যানুসন্ধান দল। আমরা অন্তর্বতী সরকার, উপদেষ্টা, কয়েকটি মন্ত্রণালয় ও নাগরিক সমাজের সঙ্গে কথা বলে আপনাদের অগ্রাধিকার এই চাহিদা সম্পর্কে জানব এবং হাইকমিশনারের দপ্তর কীভাবে সহায়তা করতে পারে সেটির বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা কবরো।"
-
বন্যাদুর্গত এলাকায় মোবাইল নেটওয়ার্ক ফ্রি করার নির্দেশ তথ্য ও সম্প্রচার উপদেষ্টার
বন্যাদুর্গত এলাকায় মোবাইল নেটওয়ার্ক ফ্রি করার নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) খবর অনুযায়ী, মি. ইসলাম জানিয়েছেন যে বন্যাদুর্গত এলাকায় নেটওয়ার্ক একবারে বিচ্ছিন্ন হলে ১০টি ভিসেট (VSAT) প্রস্তুত রয়েছে।
“ওইসব এলাকায় মোবাইল নেটওয়ার্ক ফ্রি করতে নির্দেশনা দেওয়া হয়েছে,” তিনি বলেন।
“দেশে বিদ্যমান বন্যা পরিস্থিতিতে কয়েকটি উপজেলায় অপটিকাল ফাইবার ড্যামেজ হওয়ার কারণে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। কয়েকটি স্থানে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। সেখানে জেনারেটরের ব্যবহার করা হচ্ছে। এরপরও উপদ্রুত এলাকার ১৩ শতাংশ সাইট ডাউন হয়ে আছে,” তিনি যোগ করেন।
-
বন্যা কবলিত এলাকায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল
বন্যা কবলিত এলাকায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন দপ্তর বা সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বর্তমান বন্যা পরিস্থিতিতে ফেনী, কুমিল্লাসহ অন্যান্য অঞ্চলের জনগণের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা এবং ক্ষতিগ্রস্ত টাওয়ার মেরামতের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।
-
মৌলভীবাজারের মনু-ধলাই নদীর পানি বিপৎসীমার উপরে
মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর অনেক পয়েন্টে পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং নদী রক্ষা বাঁধের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে।
বৃহস্পতিবার মৌলভীবাজারের স্থানীয় সাংবাদিক এম এ হামিদ জানিয়েছেন, মৌলভীবাজারের দেড় লাখের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। যারা পেরেছেন, আশ্রয়কেন্দ্রে গিয়ে উঠেছেন।
“এখানকার মানুষ এখন মানবেতর জীবনযাপন করছেন। বাড়িতে পানি উঠে যাওয়ায় অনেকে রাস্তার ওপর বসবাস করছেন। চরম খাদ্য সংকট দেখা দিয়েছে,” বলেন তিনি।
তিনি জানান, সরকারিভাবে ত্রাণ দিচ্ছে বলা হলেও অনেকেই তা পাচ্ছেন না।
এছাড়া, এই জেলার কমলগঞ্জ উপজেলার ইউনিয়নগুলো সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন