বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা প্রথম আলো আয়োজিত আনুষ্ঠানে নারীদের কে সম্মাননা।
দুই বোনের গান দিয়ে শুরু, মা-মেয়ের গানে গানে শেষ। মাঝে থাকল কৃতী নারীদের মুখ থেকে তাঁদের সাফল্যের অনুপ্রেরণাময় কথামালা, তাঁদের সম্মান জানানো।
বাধাবিঘ্ন, ব্যাধি, মৃত্যুর শোক অতিক্রম করে দুর্দমনীয় মনোবলে এগিয়ে যাওয়া নারীদের প্রত্যয়দীপ্ত জীবনের গল্প। একাকী নারীর দুনিয়ার দক্ষিণ প্রান্ত ঘুরে আসার রোমাঞ্চকর কাহিনি। এর সঙ্গে নেপথ্যের পর্দায় কিছু টুকরো টুকরো স্থির ও চলচ্চিত্রের প্রক্ষেপণ মিলিয়ে উদ্দীপনাময় হয়ে উঠেছিল প্রথম আলোর নারী দিবসের বিশেষ অনুষ্ঠান। সহযোগিতায় ছিল সিটি ব্যাংক পিএলসির সিটি আলো।
গতকাল বৃহস্পতিবার ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে বিকেল চারটায় শুরু হয়েছিল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রথম আলোর এই বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথম আলোর নারী কর্মী, বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট নারী ও সিটি ব্যাংক পিএলসির নারী ব্যাংকিং ‘সিটি আলোর’ সঙ্গে যুক্ত নারীরাও অংশ নিয়েছেন।
দুই বোন তামান্না করিম সংগীতার সেতারবাদন ও তানজিলা করিম স্বরলিপির গাওয়া ‘মঙ্গল দ্বীপ জ্বেলে’ গান দিয়ে শুরু হয়েছিল অনুষ্ঠানের সূচনা। অনুষ্ঠানে সম্প্রতি বেইলি রোডের বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক ও সমবেদনা প্রকাশ করা হয়।
আন্তর্জাতিক নারী দিবস সারা বিশ্বেই উদ্যাপিত হচ্ছে আজ ৮ মার্চ। অনুষ্ঠানের সঞ্চালক প্রথম আলোর সহযোগী সম্পাদক সুমনা শারমীন সবাইকে স্বাগত জানিয়ে বললেন, প্রথম আলো দেশের বিভিন্ন এলাকা থেকে নারীদের সংগ্রাম, সাফল্যের কাহিনি সামনে তুলে ধরার কাজকে বিশেষ অগ্রাধিকার দিয়ে থাকে। তেমন কৃতী সাত নারীকে সম্মান জানানো এবং যে অগ্রজ নারীরা বাধা অতিক্রম করে এগিয়েছেন, পরবর্তী প্রজন্মের জন্য পথ সুগম করেছেন, তাঁদের শ্রদ্ধা জানানো হবে এই আয়োজনে।
এই পর্যায়ে মঞ্চে আসেন জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা। তিনি বলেন, মাঠে প্রতিপক্ষের সঙ্গে যখন ব্যাট-বলের কঠিন যুদ্ধ হয়, তখন কেমন করে মাথা ঠান্ডা রাখেন। বললেন, ‘আমরা বাঙালি, আমরা অনেক শান্ত থাকতে পারি।’ সঞ্চালকের অনুরোধে দুই লাইন গেয়েও শোনালেন ‘বিকেল বেলায় রোদ’ গানটি।
দেশের প্রথম নারী নিউরোসার্জন অধ্যাপক রোজিনা হামিদ তাঁর অভিজ্ঞতার বর্ণনা করে বললেন, তাঁর জীবনের খুব আনন্দ ও স্মরণীয় ঘটনা হলো তাঁর মা ও শাশুড়ির মাথায় তিনি সাফল্যের সঙ্গে অস্ত্রোপচার করেছেন।
সফল উদ্যোক্তা প্রমিক্সকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মৌসুমী ইসলাম জানালেন, তিনি ২০০০ সালে চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতি আমদানির ব্যবসা শুরু করেছিলেন। পরে নিজেই কারখানা স্থাপন করে ২০১৫ সালে উৎপাদন শুরু করেন। এখন দেশে এই খাতে তাঁরাই প্রথম কারখানা করেছেন। একক প্রচেষ্টায় বৃহৎ প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।
নিজেরই এক বিশেষ চাহিদাসম্পন্ন পুত্র আছে সুবর্ণা চাকমার। ছেলের পরিচর্যার পাশাপাশি তিনি এ ধরনের শিশুদের শিক্ষা ও পরিচর্যার জন্য গড়ে তুলেছেন সোয়াক নামের এক প্রতিষ্ঠান। সঙ্গে আছেন তাঁর মতো আরও কয়েকজন বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের মা। এখন তাঁদের প্রতিষ্ঠানে রয়েছে ৯০টি বিশেষ চাহিদাসম্পন্ন শিশু। সেই কাহিনিই বললেন সুবর্ণা চাকমা।
জয়িতা আফরিন ফ্যাশন ও লাইফস্টাইল আলোকচিত্রী। ২০২২ সালে তাঁর তোলা টিএসসির রাজু স্মারক ভাস্কর্যের সামনে এক তরুণীর আনন্দ উচ্ছ্বসিত ছবিটি খুব জননন্দিত হয়েছিল। তিনি শোনালেন তাঁর আলোকচিত্রী হওয়া ও ক্যানসার রোগের সঙ্গে নিজের সংগ্রামের কথা।
শব্দগ্রাহক শারমীন দোজা বললেন, তাঁর স্বপ্ন ছিল চলচ্চিত্র নির্মাণ করা। কিন্তু পরিবারের কারও চলচ্চিত্রের সঙ্গে যুক্ততা ছিল না। পরে শব্দগ্রহণের একটি প্রশিক্ষণ কোর্সে তাঁর অংশ নেওয়ার সুযোগ হয়। তার পর থেকেই এই কাজেই যুক্ত আছেন। ইতিমধ্যে তিনি অনেক বড় বড় নির্মাণ চলচ্চিত্রের শব্দগ্রাহক হিসেবে কাজ করে খ্যাতি অর্জন করেছেন।
অনুষ্ঠানে আসার কথা ছিল আরেক কৃতী নারী কৃষিবিজ্ঞানী ‘বিনা-২৫ ধান’–এর উদ্ভাবক সকিনা খানমের। কিন্তু অসুস্থতার কারণে আসতে পারেনি।
কৃতী নারীদের সম্মান জানিয়ে তাঁদের হাতে পুষ্পস্তবক তুলে দেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, উপসম্পাদক লাজ্জাত এনাব মহছি, উপসম্পাদক এ কে এম জাকারিয়া ও প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র।
এরপর বৈচিত্র্য এল অনুষ্ঠানে। ধানমন্ডি থেকে সোজা দক্ষিণ মেরুতে। পর্দায় ভেসে উঠল বরফাচ্ছাদিত সাগর পাড়ি দিচ্ছে এক বিশেষ ধরনের জাহাজ। চোখে পড়ছে তিমি, সিল, পেঙ্গুইনের ঝাঁক। সম্প্রতি দক্ষিণ মেরুর অ্যান্টার্কটিকা মহাদেশ সফরে গিয়ে এসব দৃশ্য ধারণ করেছেন নারী অভিযাত্রী মহুয়া রউফ। তাঁর ভ্রমণ কাহিনি নিয়ে এবারের বইমেলায় প্রথমা প্রকাশন থেকে দখিন দুয়ার খোলা নামে একটি বইও প্রকাশিত হয়েছে।
মঞ্চে এসে মহুয়া রউফ তাঁর মেরু অভিযানের অভিজ্ঞতা বর্ণনা করে জানান, বাবার সাহস আর প্রেরণা ছিল তাঁর সঙ্গে।
আরেক কৃতী নারী পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবের ডিএনএ বিশেষজ্ঞ নুসরাত ইয়াসমিন এলেন মঞ্চে। তিনি তাঁর কাজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, তিনি সাধারণত ধর্ষণের শিকার নারীদের নিয়ে কাজ করেন। তিনি চান, সমাজে এমন ঘটনা যেন না ঘটে। সাজ্জাদ শরিফ তাঁর হাতে পুষ্পস্তবক তুলে দেন।
এই পর্যায়ে সিটি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাহিয়া জুনেদ মঞ্চে আসেন। তিনি বলেন, সিটি ব্যাংক নারীদের ক্ষমতায়নে কাজ করছে। প্রথম আলোর সঙ্গে এই আয়োজনে যুক্ত থেকে কৃতী নারীদের সম্মান জানাতে পেরে তাঁরা সম্মানিত বোধ করছেন।
এরপর অনুষ্ঠানে নেমে আসে বিষাদের আবহ। সম্প্রতি নারী ভ্রমণকারীদের দল ‘ভ্রমণকন্যা’দের নিয়ে একটি গাড়ি পাহাড়ি খাদে পড়ে যায়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জয়নব খাতুনসহ মোট তিনজন প্রাণ হারান। মঞ্চে আসেন তাঁদের স্বজন নুসরাত জাহান, কাজী শান্তা ও উদ্যোক্তা মানসী সাহা। তাঁরা শোকাবহ ঘটনার আঘাত কাটিয়ে ওঠার চেষ্টা করছেন।
সমাপনী বক্তব্য দিতে মঞ্চে আসেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। তিনি বলেন, সারা দেশে প্রথম আলো নানা ধরনের অনুষ্ঠান করে থাকে। সেখানে মানুষ তাঁদের সংগ্রাম ও সাফল্যের কথা তুলে ধরেন। এসব কাহিনি অন্যদের প্রেরণা দেয়। সামনে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করে। তিনি মঞ্চে ডেকে আনেন প্রতিবন্ধকতা জয় করে এগিয়ে চলা এমনই দুজনকে।
তাঁদের একজন পঞ্চগড়ের তেঁতুলিয়ার স্মৃতি মনি ইভা। মাত্র তিন বছর বয়সে পিতৃহীন হন। তিনি তাঁর জীবনসংগ্রামের গল্প তুলে ধরে বলেন, তিনি এখন আইনজীবী। প্রথম আলোর সহায়তা পেয়ে তাঁর স্বপ্নের পথে যাত্রা সহজ হয়েছে।
আরেক তরুণ হলেন খাদিজাতুল কুবরা। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী ১৫ মাস কারাগারে অন্তরিণ ছিলেন। সম্প্রতি উচ্চ আদালত তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ খারিজ করে বলেছেন, খাদিজা অপরাধ করেননি। তিনি নির্দোষ।
মতিউর রহমান স্মৃতি মনি ইভা ও খাদিজাতুল কুবরাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানের শেষে রুমানা ইসলাম ও তাঁর মেয়ে শানিলা ইসলাম কয়েকটি গান গেয়ে শোনান। তাঁরা দুজনই পেশায় স্থপতি। স্বাধীনতার মাসে মুক্তিযুদ্ধকে স্মরণ করেই তাঁরা শুরু করেছিলেন, ‘এক নদী রক্ত পেরিয়ে’ গানটি দিয়ে। শেষ হলো ‘আমরা করব জয় একদিন’ আশাজাগানিয়া উদ্দীপ্ত এই সুরের বিস্তারে