গাছ রক্ষায় মালি নিয়োগ দেবে ডিএনসিসি: মেয়র আতিক
স্টাফ করেসপন্ডেন্ট
গাছ রক্ষায় মালি নিয়োগ দেবে ডিএনসিসি: মেয়র আতিক
ঢাকা: তাপমাত্রা নিয়ন্ত্রণের লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ৮০ হাজার গাছ লাগিয়েছে ডিএনসিসি, লাগানো হবে আরও ১ লাখ ২০ হাজার গাছ। এসব গাছ রক্ষা করতে আগামী ২ মাসের মধ্যে ৪৭ জন মালি নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
রোববার (২৮ এপ্রিল) গুলশানে নগরভবনে ডিএনসিসির আওতাধীন এলাকার রিকশাচালকদের মধ্যে ছাতা, পানির বোতল ও স্যালাইন বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।
মেয়র বলেন, ‘উত্তর সিটি করপোরেশন থেকে আগামী দুই মাসের ৪৭ জন মালি নিয়োগ করতে যাচ্ছি আমরা। কারণ গাছ লাগানো অনেক সোজা কিন্তু রক্ষা করা অনেক কঠিন। তাই ৪৭ জন মালি, তিন জন সুপারভাইজার ও একজন কালচারিস্ট নিয়োগ দেওয়া হবে।’
মেয়র জানান, ডিএনসিসি’র আওতায় ৩৫ হাজার রিকশাচালক রয়েছেন। এই রিকশাচালকরা তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম। তারা যদি এই প্রখর রোদে অসুস্থ হয়ে যায় তাহলে সে পরিবারগুলো অসহায় হয়ে পড়বে। তাই আমরা প্রত্যেক রিকশাচালককে একটি করে ছাতা, ১২টি ওরস্যালাইন ও একটি করে হাফ লিটারের পানির কনটেইনার।
বিত্তবানদের এসব কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মেয়র বলেন, ‘আমি সব বিত্তবানদের ছাতা কিনতে এগিয়ে আসার আহ্বান জানাবো। ব্যক্তিগতভাবে কেউ ছাতা কিনে দিলে আমরা অফিসিয়াল রিকশার বাইরেও যে অসংখ্য রিকশাওয়ালা আছে তাদের দিতে পারবো।’
ছাতা বিতরণ অনুষ্ঠানে সৌদি আরব, ফিলিস্তিন, পাকিস্তান, আলজেরিয়ার রাষ্ট্রদূত এবং ডিএনসিসি’র ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন