‘ষড়যন্ত্র প্রতিহত করে সুন্দর নির্বাচন উপহার দেব’

‘ষড়যন্ত্র প্রতিহত করে সুন্দর নির্বাচন উপহার দেব’

সাংবিধানিক ও পেশাগত দায়িত্ব থেকে সব ষড়যন্ত্র প্রতিহত করে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়। শনিবার (৬ জানুয়ারি) সকালে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে নির্বাচন উপলক্ষে পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিংয়ে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, ‘নির্বাচন তফসিল ঘোষণার পর থেকেই পুলিশ, র্যাব, আনসার, বিজিবিসহ আইনশৃঙ্খলাবাহিনী কঠোর পরিশ্রম করে আসছে যাতে নির্বাচনী পরিবেশ শান্তিতে থাকে এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়। এক বা একাধিক পোলিং সেন্টার মিলে মোবাইল বাহিনী করা হয়েছে।’ ‘কন্ট্রোল রুমে স্ট্রাইকিং টিম থাকবে। সোয়াত, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে স্ট্রাইকিং হিসেবে রাখা আছে। আমাদের সর্ব্বোচ্চ সামর্থ্য প্রয়োগ করেছি আমরা যাতে সাধারণ মানুষ ভোটকেন্দ্রে গিয়ে নিরাপদভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে।’ তিনি আরও বলেন, ‘আমরা জানি এক ধরণের লোক এ নির্বাচনকে প্রতিহত করার জন্য মানুষের জানমালের উপর আঘাত হানছে। গতকাল (শুক্রবার) একটি যাত্রীবাহি ট্রেনে আগুন দেওয়া হয়েছে। আমাদের এখানেও গত রাতে বন্দর এলাকার একটি ভোট কেন্দ্রে আগুন দেওয়া হয়েছে।’ ‘কিছুটা ক্ষতিগ্রস্থ করার চেষ্টা করা হয়েছে। তারা আমাদের ভয়ভীতি প্রদর্শন করে, মানুষের জানমাল ক্ষতি করে ভোটের প্রক্রিয়া নস্যাৎ করতে চায়। আমাদের পেশাগত ও সাংবিধানিক দায়িত্ব থেকে আমরা সব ষড়যন্ত্র প্রতিহত করে একটি সুন্দর নির্বাচন উপহার দেব।’ এদিকে শনিবার বিকেলে নগরীর খাস্তগীর উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্র ও কে-নাইন ডগ স্কোয়াডের বিশেষ মহড়া দেখতে যান পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়। পরিদর্শন শেষে সাংবাদিকদের কৃষ্ণপদ রায় বলেন, ‘আমরা একদম নির্বাচনের শেষপ্রান্তে। আগামীকাল (রোববার) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যে নগরীর ৬৬০টি কেন্দ্রে আমাদের পুলিশ সদস্যরা চলে গেছে। তারা কেন্দ্রের দায়িত্ব বুঝে নিয়েছে। থানায় স্ট্রাইকিং ফোর্স রিজার্ভ আছে।এছাড়া বিশেষায়িত কিছু টিম অ্যাক্টিভ থাকবে। আমরা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই।’ ‘ভোটাররা যাতে নিরাপদভাবে ভোট দিতে পারে এবং ভোটগ্রহণ যাতে নিশ্চিত হয় সেজন্য আমরা সর্ব্বোচ্চ চেষ্টা করছি।গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে আমাদের পুলিশ সদস্য বেশি মোতায়েন করা হয়েছে।’ এসময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন ও (ট্রাফিক) আবদুল মান্নান মিয়া উপস্থিত।