অফিস-ব্যাংক-পোশাক কারখানায় সীমিত পরিসরে কাজ শুরু হয়েছে, কারফিউ আরো শিথিল

অফিস-ব্যাংক-পোশাক কারখানায় সীমিত পরিসরে কাজ শুরু হয়েছে, কারফিউ আরো শিথিল
অফিস-ব্যাংক-পোশাক কারখানায় সীমিত পরিসরে কাজ শুরু হয়েছে, কারফিউ আরো শিথিল

আজাদ মাহমুদ

অফিস-ব্যাংক- পোশাক কারখানায় সীমিত পরিসরে কাজ শুরু হয়েছে, কারফিউ আরো শিথিল

বাংলাদেশে কোটা আন্দোলনকে ঘিরে গত কয়েকদিনের সংঘাতময় পরিস্থিতির পর বুধবার থেকে দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।

তিন দিনের সাধারণ ছুটির পর আজ বুধবার থেকে শুরু হয়েছে অফিসআদালতের কার্যক্রম। আজ ঢাকাসহ চার জেলায় সাত ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছে।

সেই সাথে বুধবার সকাল ১১টা থেকে চার ঘন্টার জন্য সরকারি – বেসরকারি সব অফিস খোলা থাকবে।

এছাড়া গতকাল দিনের বেলাতেই বিভিন্ন রুটে সীমিত পরিসরে চলতে শুরু করেছে দূরপাল্লার যানবাহন।

মঙ্গলবার রাত থেকে সীমিত পরিসরে পরীক্ষামূলকভাবে ইন্টারনেট চালু করা হয়েছে।

আজ থেকে খোলা থাকবে পোশাক কারখানাগুলোও।

এছাড়া মহাসড়কগুলোতে যান চলাচল শুরু হয়েছে। যানবাহন বেড়েছে ঢাকার সড়কে। সীমিত পরিসরে খুলছে দেশের বানিজ্যিক ব্যাংকগুলো।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সড়কে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী এবং বিজিবির সদস্যদের টহল রয়েছে।

কোটা সংস্কারের দাবিতে ১৬ই জুলাই থেকে সারাদেশে তীব্র আন্দোলন শুরু হয়, যা এক পর্যায়ে সংঘাতে রূপ নেয়।

কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় এ পর্যন্ত বাংলাদেশ অন্তত দেড়শ মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে কয়েক হাজার মানুষ

যেসব অফিস খোলা থাকবে

শুক্রবার রাত থেকে সারা দেশে কারফিউ ঘোষণা করা হয়। তবে, বিভিন্ন সময় কারফিউ শিথিল করা হয়েছে। রোববার থেকে তিনদিন সাধারণ ছুটি থাকলেও আর বাড়ানো হয় নি।

বুধবার ও বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে ঢাকাসহ চারটি জেলায়। ফলে সকাল এগারটা থেকে দুপুর তিনটা পর্যন্ত চার ঘন্টার জন্য সরকারি- বেসরকারি সকল ধরনের অফিস খোলা থাকবে।

সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসের জন্য এ সময়সূচি নির্ধারণ করেছে জনপ্রশাসন মন্ত্রনালয়। বুধবার ও বৃহস্পতিবারের জন্য এ সময় নির্ধারণ করা হয়েছে। স্বাভাবিক সময়ের মতো এ দুদিন অফিস চলবে না।

তবে, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, পানিসহ জরুরি সেবাগুলোর অফিস এই সূচির বাইরে থাকবে বলে জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে জানানো হয়েছে। তারা জরুরি প্রয়োজনে নিজেদের মতো চলাচল করতে পারবে বলে বলা হয়েছে।

ঢাকায় সংঘর্ষ
ক্যাপশান,ঢাকার রাজপথে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

একইসাথে হাসপাতালও জরুরি সেবা বিবেচনায় এই সময় সূচির আওতায় পড়বে না।

এ পেশায় নিয়োজিত চিকিৎসক, কর্মী ও ওষুধসহ চিকিৎসা্ সরঞ্জাম বহনকারী যানবাহন এবং কর্মীরা ও এর বাইরে থাকবেন।

তবে, দেশের বিভিন্ন জেলার প্রশাসকেরা সেখানকার পরিস্থিতি বিবেচনা করে কারফিউ শিথিলের সময় নির্ধারণ করবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

একেক জেলায় একেক ধরনের সময় নির্ধারণ করা হয়।

খোলা থাকবে আদালত

সকাল ১০টা থেকে আপিল বিভাগের বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। হাইকোর্ট বিভাগে সাড়ে দশটা থেকে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। বিকাল সোয়া চারটা পর্যন্ত হাইকোর্ট বিভাগের কার্যক্রম চলবে।

একইসাথে খোলা থাকবে আদালতের সব ধরনের অফিস। কারফিউ চলাকালীন সময়েও আপিল ও হাইকোর্ট বিভাগের এসব অফিস খোলা থাকবে।

এছাড়া বিভিন্ন জেলার বিচারিক আদালতগুলোতে নিরাপত্তার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে বিচারিক কার্যক্রম পরিচালনা করবে।

বিভিন্ন জেলার পুলিশ কমিশনারদের সাথে সমন্বয় করে আদালতের সময় নির্ধারণ করা হবে। বিচারকগণ আদালতের আইনজীবী এবং কর্মকর্তা-কর্মচারীদের অবহিত করে বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন।

একইসাথে আদালতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তবে, সরকার সাধারণ ছুটি ঘোষণা করলে আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ এবং বিচারিক আদালতের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে সুপ্রিমকোর্টের জনসংযোগ বিভাগ।

ঢাকার কয়েকটি পয়েন্টে সেনা টহল
দেখা গেছে

সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সকল ধরনের বাণিজ্যিক ব্যাংক সীমিত পরিসরে খোলা থাকবে।

সকাল ১১টা থেকে বেলা তিনটা পর্যন্ত যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে সারা দেশের সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম চলবে।

এক্ষেত্রে নিরাপত্তার বিষয় বিবেচনা করে ব্যাংকগুলো নির্ধারণ করবে কোন কোন শাখা খোলা থাকবে।

শেয়ারবাজার খোলা থাকবে সকাল ১১টা থেকে বেলা দুইটা পর্যন্ত।

সীমিত পরিসরে চালু ইন্টারনেট

একটানা পাঁচদিন ইন্টারনেট বন্ধ থাকার পর মঙ্গলবার রাত থেকে সীমিত পরিসরে চালু করা হয়েছে।

ঢাকা ও চট্টগ্রামে সীমিত পরিসরে ব্রডব্যান্ড চালু করা হয়েছে।

তবে, ঢাকার সব এলাকায় এখনো ইন্টারনেট পাওয়া যাচ্ছে না বলে জানা যাচ্ছে।

ব্যাংক, গণমাধ্যম, সরকারি কার্যালয়গুলোতে ইন্টারনেট সংযোগ দেয়া হয়েছে। তবে, দেশে এখন ফেইসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো দেখা যাচ্ছে না।

ঢাকার মিরপুর, মোহাম্মদপুরসহ বেশ কয়েকটি এলাকায় এখনও ইন্টারনেট সংযোগ পাওয়া যায় নি। এছাড়া, বনশ্রীতে ইন্টারনেটের গতি খুবই ধীর বলে জানা গেছে।

এর বাইরে বুধবার থেকে খুলছে তৈরি পোশাক খাতের কারখানা। ঢাকা এবং আশপাশের এলাকার কারখানাগুলোতে পোশাক কর্মীদের পরিচয়পত্র কারফিউ পাস হিসেবে বিবেচনা করা হবে।

তবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো কবে খুলবে সে বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয় নি।

মুখোমুখি সেনা ও পুলিশের সদস্য এবং বিক্ষোভকারী
 ক্যাপশান,সোমবার ঢাকার নাখালপাড়া থেকে মহাখালির দিকে রেললাইনের ওপর মুখোমুখি অবস্থানে সেনা ও পুলিশের সদস্য এবং বিক্ষোভকারী

সড়ক পরিস্থিতি

কারফিউ শিথিলের পর থেকে রাজধানী ঢাকার রাস্তায় যানবাহনের চাপ বেড়েছে। ঢাকার বিভিন্ন সড়কে ব্যক্তিগত গাড়ি এবং রিক্সার সংখ্যা বেড়েছে। একইসাথে অফিস চালু হওয়ায় রাস্তায় লোকজনের সংখ্যাও তুলনামূলকভাবে বেড়েছে।

তবে, ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খখলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে সড়কে। বিভিন্ন এলাকায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী এবং বিজিবি সদস্যরাও রয়েছে।

একইসাথে অন্যান্য জেলা শহরেও যানবাহন চলাচল বেড়েছে।

এরই মধ্যে চট্টগ্রাম ও রাজশাহী থেকে অল্প কিছু দূরযাত্রার যাত্রীবাহী বাস চলাচলের খবর পাওয়া গেছে।

জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়া কোটা আন্দোলন গত সপ্তাহে ছড়িয়ে পড়ে পুরো দেশে। এ অআন্দোলনকে ঘিরে দেশজুড়ে গ্রেপ্তার হয়েছেন হাজারের বেশি মানুষ। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ।

মঙ্গলবার পর্যন্ত সহিংসতায় অন্তত দেড়শো মানুষ নিহত হয়েছে বলে নিশ্চিত হয়েছে বিবিসি।

নিম্নবিত্তদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশে নিম্নবিত্ত, গরীব এবং খেটে খাওয়া মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মী, শুভানুধ্যায়ী এবং বিত্তবানদের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী-লীগ সভাপতি শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ কথা বলা