শিল্পীদের জন্য লড়াই চালিয়ে যাবেন নিপুণরা বিনোদন প্রতিবেদক

শিল্পীদের জন্য লড়াই চালিয়ে যাবেন নিপুণরা বিনোদন প্রতিবেদক
শিল্পীদের জন্য লড়াই চালিয়ে যাবেন নিপুণরা বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

গতকাল শপথ অনুষ্ঠানের পর সমিতির অফিসে নিপুণ ও ইলিয়াস কাঞ্চন
গতকাল শপথ অনুষ্ঠানের পর সমিতির অফিসে নিপুণ ও ইলিয়াস কাঞ্চন
ছবি: সংগৃহীত

এদিকে এই আদেশের বিরুদ্ধে সমস্ত প্রমাণাদি নিয়ে আইনি লড়াই চালাবেন বলে জানিয়েছেন বিবাদীরা। তাঁরা সেই প্রস্তুতি নিচ্ছেন। এ ব্যাপারে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে বিজয়ী সাইমন সাদিক বলেন, ‘এখনই কোনো কিছু বলা যাচ্ছে না। এতটুকুই বলি, আইনি লড়াই চালিয়ে যাব আমরা। এখন রায়ের কাগজপত্র হাতে পেলে, আইনজীবীর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন আমাদের প্যানেলের সবাই।’ আজ সোমবার বিকেলে নিপুণের আইনজীবী মোস্তাফিজুর রহমান খান প্রথম আলোকে বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে মঙ্গলবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করা হবে। আপিল বিভাগের চেম্বার আদালতে মঙ্গলবার আবেদন শুনানির জন্য দাখিল করা হবে। তা না হলে আবেদনটি বুধবার চেম্বার আদালতে উপস্থাপন করা হবে।

সভাপতি পদপ্রার্থী ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ প্যানেল
সভাপতি পদপ্রার্থী ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ প্যানেল
ছবি: সংগৃহীত

এই রিটের অন্যতম বিবাদী আপিল বোর্ডের এক সদস্য মোহাম্মদ হোসেন বলেন, ‘এ দেশের প্রত্যেক নাগরিকের আইনের আশ্রয় নেওয়ার অধিকার আছে। জায়েদ খান মহামান্য হায়কোর্টে রিট করেছিলেন। হাইকোর্ট রায় স্থগিত করছেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা।’
এখন আপনারা কী করবেন, জানতে চাইলে চলচ্চিত্র প্রযোজক ও আপিল বোর্ডের এই সদস্য বলেন, ‘বাদীর আইনজীবী এটি ভালো বলতে পারবেন। আমাদের আইনজীবী এই রায়ের কাগজপত্র তুলবেন। এরপর তা দেখবেন, কীভাবে এই রায়ের স্থগিতাদেশের বিরুদ্ধে লড়া যায়। এর বেশি এখন আর কিছুই বলা যাচ্ছে না। তবে আশা করছি, ন্যায়বিচার পাব আমরা।’
এ ব্যাপারে জায়েদ খান বলেন, ‘আইনের আশ্রয় তাঁরা নিতেই পারেন। তবে আজকের এ রায়ের বিরুদ্ধে আর কিছু করার সুযোগ আছে বলে আমার মনে হয় না। নির্বাচন–সংশ্লিষ্ট অন্য মামলা করে আইনি লড়াই চালাতে পারেন তাঁরা