যুক্তরাষ্ট্রের ওয়ান্টেড তালিকায় বাংলাদেশি, ধরিয়ে দিলে ২০ হাজার ডলার পুরস্কার

যুক্তরাষ্ট্রের ওয়ান্টেড তালিকায় বাংলাদেশি, ধরিয়ে দিলে ২০ হাজার ডলার পুরস্কার
যুক্তরাষ্ট্রের ওয়ান্টেড তালিকায় বাংলাদেশি, ধরিয়ে দিলে ২০ হাজার ডলার পুরস্কার
প্রথম সময় ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ওয়ান্টেড তালিকায় বাংলাদেশি, ধরিয়ে দিলে ২০ হাজার ডলার পুরস্কার

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এর ওয়ান্টেড তালিকায় নাম উঠেছে এক বাংলাদেশির। অপহরণ চক্রের ওই সদস্যকে ধরিয়ে দিতে ২০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় এই তদন্ত সংস্থা।

অভিযুক্ত ওই বাংলাদেশির নাম রুহেল চৌধুরী। তিনি নিউইয়র্কে অপহরণ চক্রের সক্রিয় সদস্য। তাকে ধরিয়ে দিতে পুরস্কারে অর্থমূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ লক্ষ টাকা।

Nagad_Ad

৩৪ বছর বয়সী এই বাংলাদেশিকে ধরিয়ে দিতে গত ১ মার্চ এফবিআই একটি পোস্টারও প্রকাশ করে।

এফবিআই জানায়, তার বিরুদ্ধে নিউইয়র্কে দুজনকে অপহরণ, নির্যাতন, যৌন নিপীড়ন এবং মুক্তিপণের জন্য হুমকি দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গত শুক্রবার (১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম নিউইয়র্ক ডেইলি নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর কুইন্সের রাস্তা থেকে দু’জনকে অপহরণের ঘটনায় জড়িত সাতজন সন্দেহভাজনের মধ্যে ৩৪ বছর বয়সী রুহেল চৌধুরী হচ্ছে শেষ ব্যক্তি।

এফবিআইয়ের তথ্য অনুসারে, ৩৪ বছর বয়সী আবু চৌধুরী এবং তার স্ত্রী ২৪ বছর বয়সী ইফফাত লুবনাসহ আরও ছয়জন ষড়যন্ত্রকারীকে গত বছর এবং চলতি বছরের জানুয়ারিতে গ্রেপ্তার করা হয়েছে।

ফেডারেল প্রসিকিউটরদের অভিযোগ, গত বছরের ২৭ মার্চ জ্যামাইকার হিলসাইড এভিনিউয়ের কাছে ১৮১তম সেন্ট থেকে অপহরণকারীরা প্রথম এক ব্যক্তিকে তুলে নেয়। রুহেল চৌধুরী ব্যবহৃত গাড়ির ব্যবসা করেন এবং তার সরবরাহ করা একটি হোন্ডা এসইউভিতে জোর করে ভুক্তভোগীকে তুলে নেন আবু চৌধুরী।

পরে আবু চৌধুরী ভুক্তভোগীকে গাড়িতে আটকে মারধর করেন এবং রুহেল চৌধুরী নিজেই ওই সময় গাড়িটি চালাচ্ছিলেন বলেও জানিয়েছেন প্রসিকিউটররা