মিথ্যা অভিযোগে আসামি বানিয়ে কারাগারে পাঠানো হলো ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলনকে

মিথ্যা অভিযোগে আসামি বানিয়ে কারাগারে পাঠানো হলো ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলনকে
সাবরিনা  আক্তার

মিথ্যা অভিযোগে আসামি বানিয়ে কারাগারে পাঠানো হলো ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলনকে

মামলার এজাহারে নাম না থাকলেও সম্পূরক চার্জশিটে আসামি বানানো হয় ঢাকা টাইমস ও এই সময় সম্পাদক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সাংবাদিক আরিফুর রহমান দোলনকে। মঙ্গলবার ওই মামলায় আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন । এরপর তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

একজন সিনিয়র সাংবাদিক ও সম্পাদককে কারাগারে পাঠানোর নিন্দা জানিয়েছে ঢাকা টাইমসে কর্মরত সংবাদকর্মীরা ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা আরিফুর রহমান দোলনের দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন।

Nagad_Ad

আরিফুর রহমান দোলনের আইনজীবী শেখ বাহারুল ইসলাম জানান, রাজনৈতিকভাবে ইর্ষান্বিত হয়ে একটি চক্র ষড়যন্ত্র করে আরিফুর রহমান দোলনকে হয়রানি করতে এ মামলায় আসামি বানিয়েছে। আমরা আদালতের কাছে ন্যায় বিচার পাবো আশা করছি।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ বলেন, আরিফুর রহমান দোলন একজন নিখাদ সাংবাদিক ও সম্পাদক। আমরা তার মুক্তি দাবি