বৃষ্টিতে  ঢাকা শহর পানির নিচে ডুবল

বৃষ্টিতে  ঢাকা শহর পানির নিচে ডুবল

 বৃষ্টিতে  ঢাকা শহর পানির নিচে ডুবল 

ঢাকার চানখাঁরপুলে শহীদুল্লাহ হল–সংলগ্ন সড়ক প্রায় ডুবে গেছে পানিতে। এভাবেই রিকশায় করে পানি পার হচ্ছেন পথচারীরা। বেলা সাড়ে ১১টা
ঢাকার চানখাঁরপুলে শহীদুল্লাহ হল–সংলগ্ন সড়ক প্রায় ডুবে গেছে পানিতে। এভাবেই রিকশায় করে পানি পার হচ্ছেন পথচারীরা। বেলা সাড়ে ১১টাছবি: দীপু মালাকার

বৃষ্টিমুখর ছুটির সকাল দেখল রাজধানীবাসী। যেনতেন বৃষ্টি নয়, একেবারে তুমুল বৃষ্টি। আর এই বৃষ্টিতে বাড়ল ভোগান্তিও।  বৃষ্টিতে রাজধানীর নানা সড়কে জমে গেছে পানি। কোথাও হাঁটুপানি, কোথাও কোমরসমান পানি। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে। বিভিন্ন প্রয়োজনে বের হওয়া নগরবাসী ও শ্রমজীবী মানুষের ভোগান্তির শেষ নেই।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শুক্রবার সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত তিন ঘণ্টায় রাজধানীতে ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টি শুধু রাজধানীতে নয়, দেশের সব জায়গায়ই হয়েছে। আর এমনটা চলতে পারে প্রায় সারা দিন। তবে আগামীকাল শনিবার থেকে বৃষ্টি একটু কমে আসবে।

রাজধানীর ধোলাইখালে রাস্তায় পানি জমেছে। আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। বেলা সাড়ে ১১টা
রাজধানীর ধোলাইখালে রাস্তায় পানি জমেছে। আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। বেলা সাড়ে ১১টাছবি: দীপু মালাকার

ঢাকার কারওয়ান বাজার, মানিক মিয়া অ্যাভিনিউ, কল্যাণপুর, শাহজাহানপুর, মালিবাগ রেলগেট, মৌচাক, মগবাজার, পশ্চিম তেজতুরী বাজার, তেজকুনিপাড়া, ধানমন্ডিসহ পশ্চিম শেওড়াপাড়ার বর্ডার বাজার, দক্ষিণ মনিপুরের মোল্লাপাড়াসহ অনেক রাস্তায় পানি জমে গেছে। ধানমন্ডি ২৭ নম্বরে রাপা প্লাজার সামনের রাস্তায় প্রচুর পানি জমেছে। বেলা ১১টা ৫০ মিনিটের দিকে ঘটনাস্থল থেকে আমাদের প্রতিবেদক জানান, এই রাস্তায় যান চলাচল বন্ধ আছে।

বৃষ্টিতে তলিয়ে গেছে ঢাকার কল্যাণপুরের প্রধান সড়ক। বেলা পৌনে ১১টায় দেখা যায়, কল্যাণপুর নতুন বাজার মোড় থেকে কল্যাণপুর গার্লস স্কুল পর্যন্ত আধা কিলোমিটার সড়ক পুরো পানির নিচে ডুবে আছে। রিকশার পাদানিতে পানি উঠে যাচ্ছে। পথচলতি মানুষের হাঁটু ডুবে যাচ্ছে। রিকশাচালক বেলাল হোসেন বলেন, ‘আর কিছুক্ষণ বৃষ্টি হলে এই রাস্তায় রিকশা চালানোরও উপায় থাকবে না। পানির মধ্যে রিকশা সামনে আগাতে চায় না, অনেক দম লাগে।’ এই পানি পার হওয়ার জন্য যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ২০ টাকা করে নিচ্ছেন তিনি৷

আরও পড়ুন

সকাল থেকেই ঢাকায় ঝুম বৃষ্টি, পানি জমেছে অনেক রাস্তায়  

সকাল থেকে টানা বৃষ্টিতে মানিক মিয়া অ্যাভিনিউ রাস্তায় এমন পানি জমেছে। দেখে বোঝার উপায় নেই রাস্তা না নদী। বেলা ১১টা ৩৫ মিনিট
সকাল থেকে টানা বৃষ্টিতে মানিক মিয়া অ্যাভিনিউ রাস্তায় এমন পানি জমেছে। দেখে বোঝার উপায় নেই রাস্তা না নদী। বেলা ১১টা ৩৫ মিনিটছবি: সামছুর রহমান

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবির আজ সকালে প্রথম আলোকে বলেন, রাজধানীতে সকাল থেকে তিন ঘণ্টায় ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত যতটুকু তথ্য পাওয়া গেছে, তাতে এটি আজ সকালে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত। তবে সব তথ্য এখনো এসে পৌঁছায়নি। দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে খুলনায়, ৫৫ মিলিমিটার।

চলতি মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। ভারী থেকে অতি ভারী বর্ষণে এবং সেই সঙ্গে পাহাড়ি ঢলে দেশের উত্তর–পূর্বাঞ্চলের সিলেটসহ বিভিন্ন জেলায় বন্যা দেখা দিতে শুরু করে। বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে।

বৃষ্টির পানি জমে রাস্তার এমন অবস্থা। ভ্যানে থাকা সবজি নিয়ে বিপাকে বিক্রেতা। মিরপুরের টোলারবাগে, বেলা ১১টা
বৃষ্টির পানি জমে রাস্তার এমন অবস্থা। ভ্যানে থাকা সবজি নিয়ে বিপাকে বিক্রেতা। মিরপুরের টোলারবাগে, বেলা ১১টাছবি: আশরাফুল আলম

পাঁচ দিন আগে থেকে বৃষ্টি কমে আসতে শুরু করে। দেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ দেখা দেয়। দক্ষিণাঞ্চলের জেলাগুলোয় তাপপ্রবাহ বেশি ছিল। রাজধানীতেও তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে গিয়েছিল। তবে গতকাল বৃহস্পতিবার থেকে আবারও বৃষ্টি শুরু হয়েছে। আজ যে দেশজুড়ে বৃষ্টি হতে পারে, গতকাল আবহাওয়া অধিদপ্তর তাদের বার্তায় সেটা জানিয়েছিল।

ঢাকার ধানমন্ডি সীমান্ত স্কয়ারের সামনের রাস্তা এটি। বৃষ্টির পানিতে ডুবে গেছে পুরো রাস্তা। বেলা ১১টা ৫৫ মিনিট
ঢাকার ধানমন্ডি সীমান্ত স্কয়ারের সামনের রাস্তা এটি। বৃষ্টির পানিতে ডুবে গেছে পুরো রাস্তা। বেলা ১১টা ৫৫ মিনিটছবি: সামছুর রহমান

গত ২৪ ঘণ্টায়, অর্থাৎ গতকাল সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজারে, ৩০৯ মিলিমিটার। দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি হয় চট্টগ্রামের সন্দ্বীপে, ২১৯ মিলিমিটার।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, আজ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও রাতে পর থেকেই বৃষ্টির ধারা কমে আসবে। আগামীকাল থেকে বৃষ্টি আরও খানিকটা কমে যেতে পারে। তবে আজ বৃষ্টির কারণে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমে আসবে।

রাজধানীর এলিফ্যান্ট রোডে জমেছে পানি। অনেক দোকানের ভেতর পানি ঢুকে গেছে। দুপুর ১২টা
রাজধানীর এলিফ্যান্ট রোডে জমেছে পানি। অনেক দোকানের ভেতর পানি ঢুকে গেছে। দুপুর ১২টাছবি: সামছুর রহমান

দেশে মৌসুমি এই বায়ুর প্রভাব যথেষ্ট রয়েছে। সক্রিয় মৌসুমি বায়ুর কারণেই আসলে এখনকার বৃষ্টিপাত। এ বছর নির্দিষ্ট সময়ের এক দিন আগে, অর্থাৎ ৩০ মে মৌসুমি বায়ু দেশে প্রবেশ করে। এরপর বৃষ্টি শুরু হলেও গত জুন মাসে যেমন বৃষ্টি হয়েছে, তেমনি আবার গরম পড়েছিল খুব। জুন মাসে সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগ বাদ দিয়ে সব বিভাগেই স্বাভাবিকের চেয়ে অনেক কম বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর তাদের এই মাসের পূর্বাভাসে বলেছে, এই মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে। বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে