বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির মুকুট হারালেন মাস্ক

বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির মুকুট হারালেন মাস্ক

সাবরিনা আক্তার

বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির মুকুট হারালেন মাস্ক

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও এক্সের মালিক ইলন মাস্ককে হটিয়ে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির মুকুট নিজের করে নিয়েছেন ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। সোমবার (৪ মার্চ) ব্লুমবার্গ বিলিয়নিয়ারস ইনডেক্সে এমন তথ্য উঠে আসে। দীর্ঘ ৯ মাসের বেশি সময় পর ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষ অবস্থান হারালেন ইলন মাস্ক।

সোমবার টেসলার শেয়ারের ৭ দশমিক ২ শতাংশ দরপতন হয়। এর জেরে ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ কমে দাঁড়ায় ১৯৭ দশমিক ৭ বিলিয়ন ডলারে। অন্যদিকে গতকাল বেজোসের মোট সম্পদের পরিমাণ ছিল ২০০ দশমিক ৩ বিলিয়ন ডল

২০২১ সাল থেকে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম স্থান কমবেশি নিজের দখলে রেখেছিলেন ৫২ বছর বয়সী ইলন মাস্ক। এবার সেই অবস্থানে হানা দিলেন ৬০ বছরের বেজোস। টেসলা, টুইটার (বর্তমান এক্স) ছাড়াও রকেট কোম্পানি স্পেসএক্স ও নিউরালিংকের মালিক ইলন মাস্ক। অন্যদিকে বেজোসের নেতৃত্বে অ্যামাজন এখন ই-কমার্সের পাশাপাশি ক্লাউড কম্পিউটিং, অনলাইন বিজ্ঞাপন, ডিজিটাল স্ট্রিমিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবসা পরিচালনা করছে। এ ছাড়া মহাকাশে মানুষবাহী রকেট পাঠানো প্রতিষ্ঠান ‘ব্লু অরিজিন’-এর প্রতিষ্ঠাতাও জেফ বেজোস