বাংলাদেশে প্রানঘাতী বিষধর সাপের আগমন।

বাংলাদেশে প্রানঘাতী বিষধর সাপের আগমন।
সাবরিনা আক্তার 
ছবির কৃষকটি গতকাল পাবনায় ধান কাটতে গিয়ে রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) এর কামড়ে মৃত্যুবরণ করেন।
এই প্রানঘাতী বিষধর সাপটি আশঙ্কাজনকভাবে ছড়িয়ে পড়েছে পুরো দেশে। ধারনা করা হয়, বন্যার সময় ভারত থেকে ভেসে এসেছে এই সাপ। এটি খুব দ্রুত এবং সংখ্যায় অনেকগুলো করে বাচ্চা দেয়।
কৃষকরা ধান কাটতে যেতে পারছেন না। জীবনের ঝুঁকি নিয়ে কাটতে হচ্ছে। এই সাপের এন্টিভেনম সম্ভবত সব জায়গায় এভেইলেবেল নেই।

সাপটি চেনা সহজ। গায়ে ডায়মন্ড শেপের ছোপ। জায়গা থেকে সহজে নড়ে না। বিপদ টা এখানেই। অন্য সাপ পায়ের শব্দ পেলে সরে যায়, এরা সরে না। 
সবাইকে সতর্ক থাকার অনুরোধ রইলো ।